চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই তিনটে ম্য়াচ ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। (Photo Credits: Getty Images))

লন্ডন, ১২ জুন: টানা দুটো দিন বিশ্বকাপ ক্রিকেট (ICC World Cup 2019)-এর ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। ক্রিকেটপ্রেমীদের জন্য আরও খারাপ খবর। আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলে গেলে ইংল্যান্ড-ওয়েলশে চলা বিশ্বকাপের আরও বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যেতে পারে। 'দ্য সান',' দ্য টেলিগ্রাফ' সহ ইংল্যান্ডের প্রায় সব সংবাদমাধ্যমে প্রধান খবর-ইংল্য়ান্ডের আবহাওয়া। যেখানে বলা হচ্ছে আগামী কটা দিন ইংল্যান্ডে ব্যাপক ঝড়-বৃষ্টি হতে পারে। ইংল্যান্ডের বেশ কিছু জায়গায় বন্যার পূর্বাভাসও দেওয়া হয়েছে।

শুধু ঝড়-বৃষ্টি নয়, আগামী কটা দিনের মধ্যে এমন একটা দিন আসবে যখন গোটা মাসের বৃষ্টিটা ২৪ ঘণ্টার মধ্যে হয়ে যাবে। গুগলে ট্রেন্ড করছে ইংল্যান্ডের আবহাওয়া সংক্রান্ত খবর- One Month's worth rain due to fall in ONE DAY. বৃহস্পতিবার ট্রেন্টব্রিজে ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আরও পড়ুন- ICC World Cup 2019: ভারত থেকে ইংল্যান্ড- বাংলাদেশ, দশটি দল এখন কোন জায়গায় দাঁড়িয়ে

ঠান্ডা কনকনে তীব্র হাওয়া-রও সম্ভাবনা রয়েছে। সোম, মঙ্গল, বুধ-এই তিনটে দিনেই প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে, এমন কথা ক দিন আগে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দফতর। সোম, মঙ্গল দুটো দিনই বিশ্বকাপের খেলা ভেস্তে গিয়েছে। আজ টনটনে অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ৪৫ বল খেলা হওয়ার পর তুমুল বৃষ্টি নেমে ভেস্তে যায়। তারপর গতকাল ব্রিস্টলে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে একটা বলও খেলা সম্ভব হয়নি মুষলধারে চলা বৃষ্টিতে।

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি (2017 Champions Trophy)-র সময়ও ঠিক এমনটাই হয়েছিল। দু বছর আগে একই সময়ে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশ কয়েকটা ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। তখন ICC-কে কাঠগড়ায় তুলে বলা হয়েছিল বর্ষার সময় কেন ইংল্যান্ডে বিশ্বকাপের আয়োজন করা হয়েছে! সেই সময়ই আশঙ্কা করা হয়েছিল ২০১৯-বিশ্বকাপেও থাবা বসাতে পারে বৃষ্টি। বাস্তবেও তাই হল। যদিও আশার কথা হল, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭-তে শুরুর দিকে যতটা বৃষ্টিতে বানচাল হয়েছিল, টুর্নামেন্ট এগোনোর সঙ্গে সেভাবে প্রভাব ফেলতে পারেনি। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটো ম্যাচ বৃষ্টিতে সম্পূর্ণ ভেস্তে গিয়েছিল। সেখানে এখনই ২০১৯ বিশ্বকাপে তিনটি ম্য়াচ বৃষ্টিতে বানচাল হয়েছে। পাকিস্তান-শ্রীলঙ্কা, দ.আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টি এসে ধুয়ে গিয়েছে।  রিজার্ভ ডে না রাখায় আইসিসি সমালোচিত হচ্ছে।