পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। এরপর ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস। এছাড়া লাবুশানে ৪০ রান অন্যদিকে গ্লেন ম্যাক্সওয়েল ৫৭ বলে ৭৭ রান করেন। ক্যামেরন গ্রিন (৫০) ও জশ ইংলিস (৪৮) রান যোগ করেন। অস্ট্রেলিয়া সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫১ রান তোলে। এরপর রান তাড়া করতে নেমে ফখর জামান (২২) ও ইমাম-উল-হক (১৬) শুরুটা ভালোই করে, ৬ নম্বরে ব্যাট করতে নেমে বাবর আজম ৯০ রান করে অবসর নেন। এছাড়া ইফতিকার আহমেদের বীরোচিত ৮৩ ও মহম্মদ নওয়াজের বিস্ফোরক ৫০ রানের ইনিংস পাকিস্তানের আশা বাঁচিয়ে রাখে। ব্যাট হাতে মুগ্ধ করা লাবুশানে বল হাতেও অস্ট্রেলিয়ার মূল ভরসা হয়ে উঠেন। তার গুরুত্বপূর্ণ উইকেটের পাশাপাশি ম্যাক্সওয়েলও চাপ বাড়ান পাকিস্তানের ব্যাটিং অর্ডারে। অবশেষে মিচেল মার্শের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ৪৭.৪ ওভারে অলআউট করে অস্ট্রেলিয়া। David Warner Pushpa Dance: হায়দরাবাদে মাঠে পুষ্পার গান বাজতেই নাচ ওয়ার্নারের, দেখুন ভিডিয়ো
Australia pull things back in the death overs against a resilient Pakistan to win their second #CWC23 warm-up game in Hyderabad⚡#PAKvAUS 📝: https://t.co/b5ZhBoMRKU pic.twitter.com/M9SMTdYN3G
— ICC (@ICC) October 3, 2023
অন্যদিকে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে রহমানুল্লাহ গুরবাজের ১১৯ ও রহমত শাহের ৯৩ রানের ইনিংসে ভর করে জয় পায় আফগানিস্তান। প্রথমে কুশল মেন্ডিসের দুর্দান্ত ১৫৮ রানের ওপর ভর করে ২৯৪ রানের সম্মানজনক স্কোর গড়ে শ্রীলঙ্কা। এরপর গুরবাজ ও রহমত ২১২ রানের জুটি গড়ে দ্রুত ম্যাচ ঘুরিয়ে দেয় আফগানরা। বৃষ্টির কারণে ৪২ ওভারে মাত্র ২৫৭ রানে তিন ওভারের বেশি সময় বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যান এই জুটি। যেখানে গুরবাজ ৯টি ছক্কা হাঁকান এবং রহমত ৩টি ছক্কা হাঁকান।
A strong show with the bat as Afghanistan fine-tune #CWC23 preparations with a win 💪#AFGvSL | 📝: https://t.co/Mc8CP1XhGu pic.twitter.com/6oUHrieiKV
— ICC (@ICC) October 3, 2023
মঙ্গলবার ভারত-নেদারল্যান্ড তৃতীয় প্রস্তুতি ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে।
UPDATE: The warm-up match between India & Netherlands is abandoned due to persistent rain. #TeamIndia | #CWC23 https://t.co/rbLo0WHrVJ pic.twitter.com/0y4Ey1Dvye
— BCCI (@BCCI) October 3, 2023