Virat Kohli Flaunt earing Photo Credit: Instagram

সামনে এশিয়া কাপ তারপর একদিনের বিশ্বকাপ। তাঁর আগে বিশ্রাম ও সঙ্গে অনুশীলন। তবে নতুন একটি কাজ করে সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করলেন তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। এর আগে কানে দুল ছিলই বিরাটের, কিন্তু তাঁর সঙ্গে নতুন একটি ছিদ্র করেছেন তিনি। যেখানে শোভা পাচ্ছে আরেকটি সোনার দুল। চমকপ্রদ এই  ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ক্রিকেটার বিরাট কোহলি । নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তার কান ছিদ্র করার সময় দাড়িওয়ালা চেহারায় তার একটি ছবি শেয়ার করেছেন যা দেখে নেটিজেনরা কমেন্ট বক্স ভরিয়ে তুলছেন।