বিরাট কোহলি (Photo Credits: IANS)

পুনে, ১১ অক্টোবর:  Virat Kohli Break The Record: গত বছরর ডিসেম্বর মাসে টেস্ট (Test) ক্রিকেটে শেষ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বিরাট কোহলি। শেষপর্যন্ত বিরাট কোহলি ২৬তম (26th) টেস্ট সেঞ্চুরি (Century) আনলেন নিজের ঝুলিতে। পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ শতরান করেছিলেন। তারপর চলতি বছরে পাঁচদিনের ফরম্যাটে তিনি সেঞ্চুরি করে উঠতে পারেননি। অবশেষে এলো সেঞ্চুরি।

পুনেতে (Pune) দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে চলছে টেস্ট ম্যাচ। ভারতীয় টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। দলকে ৬০টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাহি। সেখানে কোহলি ৫০ টি। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৯ টি টেস্টে অধিনায়ক থাকার রেকর্ড টপকে গিয়েছেন কোহলি। এই টেস্টেই কেরিয়ারের ২৬তম সেঞ্চুরি করলেন তিনি। আরও পড়ুন, নায়িকা আশরাতি শেঠিকে বিয়ে করছেন মনীশ পান্ডে? জানুন কে এই সুন্দরী অভিনেত্রী

তবে অধিনায়ক হিসেবে এটা তাঁর ১৯-তম টেস্ট সেঞ্চুরি ম্যাচ। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের রেকর্ডকেও ছুঁয়ে ফেললেন তিনি। অধিনায়ক হিসেবে টেস্টে রিকি পন্টিং ১৯ শতরান করেছিলেন। ‘কনভার্সন রেট’-এর বিচারে শীর্ষে চলে এলেন তিনি। কোহলির ‘কনভার্সন রেট’ ৫৩.১ শতাংশ। টপকে গেলেন আজহারকেও। তাঁর 'কনভার্সন রেট’ ছিল ৫২.১ শতাংশ। বিশ্বক্রিকেটে ডোনাল্ড ব্র্যাডম্যানের ‘কনভার্সন রেট’ সবচেয়ে বেশি, ৬৯ শতাংশ।

এ দিন টেস্টে মোট রানে যাদের কোহলি টপকে গেলেন দিলীপ বেঙ্গসরকরকে (৬৮৬৮ রান)। তবে তিনি আছেন বর্তমানে ৭ নম্বরে। তাঁর আগে যাদের রেকর্ড আছে তাঁরা হলেন-শচীন তেন্ডুলকর (১৫,৯২১), রাহুল দ্রাবিড় (১৩,২৬৫), সুনীল গাভাসকর (১০,১২২), ভিভিএস লক্ষ্মণ (৮৭৮১), বীরেন্দ্র সিং সেহওয়াগ (৮৫০৩), সৌরভ গঙ্গোপাধ্যায়ের (৭২১২)। এরপরই রয়েছেন বিরাট কোহলি।