আসন্ন টি-২০ বিশ্বকাপের পরই ভারতের টি-২০ ক্রিকেট (T20 Cricket Team)) দলের অধিনায়ক পদ ছাড়ছেন বিরাট কোহলি (Virat Kohli)। আজই টুইটার একটি পোস্টে বিরাট নিজেই একথা জানিয়েছেন। তিনি লিখেছেন, "অক্টোবরে দুবাইতে টি -২০ বিশ্বকাপের পর আমি টি -২০-র অধিনায়ক পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।" টি-২০ ক্রিকেট থেকে অধিনায়কের পদ ছাড়লেও কোহলি ওয়ানডে ও টেস্ট দলের নেতত্ব দেওয়া চালিয়ে যাবেন।
কোহলি আরও লিখেছেন, নিজের সামর্থ অনুযায়ী ভারতকে প্রতিনিধিত্ব করতে পেরে এবং নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলা চলাকালীন যাঁরা আমাকে সাপোর্ট করেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ। সতীর্থ, কোচিং স্টাফ, কোচ ও যাঁরা প্রার্থনা করেছেন আমাদের জন্য, সেই সমস্ত ভারতবাসীকে আমার তরফ থেকে ধন্যবাদ।
বিরাট কোহলির টুইট:
🇮🇳❤️pic.twitter.com/Ds7okjhj9J
— Virat Kohli (@imVkohli) September 16, 2021
এমএস ধোনি সরে দাঁড়ানোর পর ২০১৭ সালে কোহলিকে টি-২০ ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়। এই প্রথম কোহলি আইসিসি টি-২০ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন। অতীতে বিরাটের নেতৃত্বে ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এবং ২০১৯ সালে আইসিসি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে ছিল ভারতীয় দল।