IND vs ENG 5th T20I: পঞ্চম টি-২০ চলাকালীন উত্তপ্ত বাক্য বিনিময়ে জস বাটলার ও বিরাট কোহলি, দেখুন ভিডিও
Virat Kohli and Jos Buttler (Photo Credits: Twitter)

সিরিজের শেষ তথা পঞ্চম টি-২০ (IND vs ENG 5th T20I) চলাকালীন উত্তপ্ত বাক্য বিনিময় হল ইংল্যান্ডের জস বাটলার ও ভারত অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) মধ্যে। ভুবনেশ্বর কুমারের বলে বাটলার আউট হওয়ার পরই এই ঘটনা ঘটে। আউট হওয়ার পর বিরাট কোহলি সহ অন্য ভারতীয় খেলোয়াড়রা সেলিব্রেট করছিলেন। প্যাভিলিয়নে ফেরার পথে বাটলার কোহলির উদ্দেশে কিছু বলেন। এরপর কোহলি বাটলারের দিকে এগিয়ে যেতে থাকেন কিছু বলতে বলতে।

ভারতের ২২৫ রান তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও জস বাটলার ও ডেভিড মালানের ব্যাটে ভর করে এগিয়ে চলেছিল ইংল্যান্ড। মাত্র ১২.৫ ওভারে ১৩০ রানের করে ফেলেন তাঁরা। ১৪ ওভারে জস বাটলারকে আউট করে দলকে স্বস্তি এনে দেন ভুবনেশ্বর কুমার। জস বাটলার যখন ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন তখনই তাকে প্যাভিলিয়নের রাস্তা দেখান চোট সারিয়ে জাতীয় দলে ফেরা ভুবনেশ্বর কুমার। বাটলারের আউট ম্যাচের মোড ঘুরিয়ে দেয়। বাটলার আউট হতেই বিরাট কোহলি সহ অন্য ভারতীয় খেলোয়াড়রা সেলিব্রেট করছিলেন। প্যাভিলিয়নে ফেরার পথে বাটলার কোহলির উদ্দেশে কিছু বলেন। এরপর কোহলি বাটলারের দিকে এগিয়ে যেতে থাকেন কিছু বলতে বলতে। পরে কোহলিকে আম্পায়ার নীতিন মেননের সঙ্গেও কথা বলতে দেখা গেছিল সম্ভবত তাঁর ও বাটলারের মধ্যে বাক্য বিনিময় নিয়েই তিনি আম্পায়রকে বলছিলেন। আরও পড়ুন: Cristiano Ronaldo: সেরার আসনে আবারও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, গ্রান গালা ডেল ক্যালসিও এআইসির প্লেয়ার অফ দ্য ইয়ার পুরস্কার পেলেন ফুটবল কিংবদন্তি

টেস্টের পর টি-২০ সিরিজেও ইংল্যান্ডকে হারিয়ে দিল ভারত। সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে ৩৬ রানে জয় পেল ভারতীয় দল। টি-২০ সিরিজের ফল ভারতের পক্ষে ৩-২।