বৃহস্পতিবার, ২০ এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আরসিবির অধিনায়কত্বে ফিরলেন বিরাট। ২০২২ মরসুমের আগে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন কোহলি। এবার সেই দায়িত্ব নেওয়ার জন্য ফাফ ডুপ্লেসিকে নিলামে কিনে নেওয়া হয়। তবে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের আগে অধিনায়ক হিসেবে ফিরলেন ভারতীয় তারকা। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শেষ ম্যাচে চোট পেয়েছেন ফাফ ডুপ্লেসিস, সেই কারণে আরসিবির হয়ে দায়িত্ব নেন কোহলি। আইপিএল ২০২১-এর এলিমিনেটর ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শেষবার আরসিবিকে নেতৃত্ব দিয়েছিলেন কোহলি যেখানে তাঁর দল পরাজিত হয়। আরসিবিতে প্রথম মরসুমে ডুপ্লেসিসের নেতৃত্বে প্লেঅফে উঠেছিল। মোহালির আই এস বিন্দ্রা স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে টসে জিতে আরসিবির অধিনায়ক হিসেবে কোহলিকে দেখে উচ্ছ্বসিত সমর্থকরা।
Virat Kohli will be captaining RCB in the absence of Faf du Plessis.
📸: Jio Cinema#IPL2023 #ViratKohli pic.twitter.com/T5zRhNJpOx
— CricTracker (@Cricketracker) April 20, 2023
পাঁজরের চোটে ডুপ্লেসি ফিল্ডিং করতে পারবেন না। দক্ষিণ আফ্রিকা সফরের পর ২০২২ সালে অধিনায়কত্ব ছাড়ার পর এই প্রথম ৪৬৪ দিনের অনুপস্থিতিতে কোনও দলকে নেতৃত্ব দিচ্ছেন কোহলি। বিরাট কোহলি টসের সময় বলেন, "ফ্যাফ সম্ভবত আজ ফিল্ডিং করতে পারবে না, তাই সে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবে, বৈশাখের সঙ্গে সুইচ করবে। আমরা যা চাইতাম তাই করতে হতো, আমরা আগে ব্যাট করতাম, পিচ স্লো হতে পারে, কিছু স্ক্রাফ মার্ক বোলারদের খেলার গভীরে যেতে সাহায্য করবে। একের পর এক ম্যাচ খেলা, নিজেদের খেলায় ফোকাস করা, ক্রাঞ্চ পরিস্থিতিকে কাজে লাগানো, আমরা দলে এখন পর্যন্ত তেমনটা করতে পারিনি। আমাদের দলে কোনও পরিবর্তন হয়নি।"