দুবাই: অধিনায়ক মহম্মদ ওয়াসিমের ব্যাটে ভর করে নিউজিল্যান্ডকে দ্বিতীয় টি-২০ ম্যাচে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরাল সংযুক্ত আরব আমিরশাহী। ওয়াসিম শুরুটা করেন সতর্ক ভঙ্গিতে, মোট ৪টি চার ও ৩টি ছক্কায় ২৭ বলে ফিফটি করেন এই ওপেনার। বৃত্য অরবিন্দের ২১ বলে ২৫ রানের সৌজন্যে পাওয়ার প্লে শেষে সংযুক্ত আরব আমিরাতের স্কোর ৪৪/২। পাওয়ার প্লের পর প্রথম ওভারে ওয়াসিম আরও বেশি মনযোগ দেখিয়ে মিচেল স্যান্টনারকে চার মেরে এবং পরের ওভারে কাইল জেমিসনের বলে ছক্কা হাঁকান ওয়াসিম। কোল ম্যাককঞ্চি বলে একটি চার ও একটি ছক্কা হাঁকানোর পর স্যান্টনারকে ছক্কা হাঁকিয়ে মাত্র ২৭ বলে অর্ধশতক তুলে নেন। তবে অর্ধশতকের পরপরই ওয়াসিম আউট হন। তবে উদ্বোধনী জুটি নিউজিল্যান্ডকে চাপে ফেলতে যথেষ্ট ছিল না।
WHAT A WIN! 🔥
UAE beat New Zealand by seven wickets to level the series in stunning fashion 🙌#UAEvNZ 📝: https://t.co/IFbq94Tfhb pic.twitter.com/yId7QP86b6
— ICC (@ICC) August 19, 2023
বাসিল হামিদের সঙ্গী হয়ে আসিফ খান পরিপক্ক হাত খেলেন। দু'জনে মিলিত চেষ্টা কিউয়িদের আরও হতাশ করে। তবে ১৫তম ওভারে আসিফ খান জেমস নিশামকে দুটি বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয়ের দিকে এগিয়ে দেন। পরের ওভারেই টিম সাউদির বলে ছক্কা হাঁকিয়ে সংযুক্ত আরব আমিরাতকে স্মরণীয় জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন তিনি, এরপর আরও দুটি চারের পর সংযুক্ত আরব আমিরাত একটি উল্লেখযোগ্য জয় উদযাপন করে। আয়ারল্যান্ড এবং আফগানিস্তান ছাড়া অন্য কোনও টেস্ট-খেলোয়াড় দেশের বিরুদ্ধে তাদের প্রথম টি-২০ জয়ে ইতিহাস গড়ে।
এর আগে টিম সেইফার্টের তৃতীয় ওভারের প্রথম বলেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ৩ নম্বরে থাকা মিচেল স্যান্টনার ও পরের বলে ডেন ক্লিভারের উইকেট নেন আয়ান খান। অপর প্রান্তে সংযুক্ত আরব আমিরাতের বোলাররা বিপাকে ফেললেও মার্ক চ্যাপম্যান সফরকারীদের হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। চ্যাপম্যান ৪৬ বলে ৬৩ রান তুলেন ও শেষ ওভারে আউট হন। তবে নিশামের ১৭ বলে ২১ রান ছাড়া তিনি কোনো সহায়তা পাননি।