আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের (ICC Under 19 Women’s T20 World Cup) উদ্বোধনী আসর বসতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হবে বিশ্বকাপ। মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই আসরে। আইসিসির ১১টি পূর্ণ সদস্য ও ৫টি সহযোগী দেশসহ ১৬টি দলকে মাঠে দেখা যাবে। ১১টি পূর্ণ-সদস্য দেশ অনূর্ধ্ব ১৯ মহিলা টি-২০ বিশ্বকাপে উদ্বোধনী সংস্করণে স্বয়ংক্রিয়ভাবে প্রবেশ করে: অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবয়ে। বাকি পাঁচটি স্থান আইসিসির পাঁচটি অঞ্চলের আঞ্চলিক বাছাইপর্বের প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হয়। আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের সব ম্যাচ ভারতের স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচারিত হবে। ডিজনি+ হটস্টারে দেখা যাবে এই লাইভ স্ট্রিমিং।
জেনে নিন ভারতের ম্যাচের তারিখ এবং সময়
প্রথম ম্যাচ- ১৪ তারিখ ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ হবে উইলোমুর পার্ক, বেনোনিতে (Willowmoore Park, Benoni) ভারতীয় সময় বিকেল ৫ঃ১৫-তে
দ্বিতীয় ম্যাচ- ১৬ তারিখ ভারত বনাম আরব আমিরশাহির ম্যাচ হবে উইলোমুর পার্ক, বেনোনিতে (Willowmoore Park, Benoni) ভারতীয় সময় দুপুর ১ঃ৩০-টায়
তৃতীয় ম্যাচ -১৮ তারিখ ভারত বনাম স্কটল্যান্ডের ম্যাচ হবে উইলোমুর পার্ক, বেনোনিতে (Willowmoore Park, Benoni) ভারতীয় সময় বিকেল ৫ঃ১৫-তে
We are almost there! ?
The inaugural edition of the ICC Women's #U19T20WorldCup kicks off in South Africa from 14 January ?
Everything you need to know about the tournament right here ?https://t.co/1ICaR9fFLX
— ICC (@ICC) January 12, 2023