চেন্নাই সুপার কিংস (Photo Credits: Twitter/@ChennaiIPL)

সন্দীপ ওয়ারিয়র ও বরুণ চক্রবর্তী কোভিড পজিটিভ হওয়ায়া গতকাল ৩ মে-র পূর্বনির্ধারিত কলকাতা নাইট রাইডার্স বনাম রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ বাতিল হয়ে গেছে৷ এদিকে দিন দুয়েক আগেই ২২ গজে নাইট শিবিরের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস৷ তাই ইতিমধ্যেই বেশ চিন্তায় রয়েছেন শিখর ধাওয়ানরা৷ অন্যদিকে নাইট শিবিরে করোনা আক্রান্তের খবর মেলার পরে পরেই কোভিড পজিটিভ রিপোর্ট এল চেন্নাই সুপার কিংস টিমের দুই সদস্যের৷ তবে এই দুজনের কেউই মাঠে নেমে পারফর্ম করছেন না৷   তাতে কি, সিএসকে মেম্বার হওয়ায় বাকিদের সংস্পর্শে তো এসেছেনই৷ এদিকে ৫ তারিখেই রাজস্থান রয়্যালসের (RR vs CSK IPL 2021) মুখোমুখি হওয়ার কথা ধোনির টিমের৷ তার আগে সিএসকে কর্তারা বিসিসিআই-কে জানালেন এই খবর৷  আরও পড়ুন-Bill and Melinda Gates Announce To End Marriage: ২৭ বছরের দাম্পত্যে ইতি, একসঙ্গে কাজ করার বার্তা বিল ও মেলিন্ডা গেটসের

তাতে বলা হয়েছে, বোলিং কোচ উপসর্গহীন৷ তবে তাঁর সংস্পর্শে আসা ক্রিকেটাররা আপাতত আইপিএল এসওপি অনুযায়ী ৬ দিনের জন্য নিভৃতবাসে থাকবেন৷ এরমধ্যে তিনবার তাঁদের আরটি পিসিআর টেস্ট হবে৷ প্রথম দিন, তিন নম্বর দিন ও ৬ নম্বর দিন৷ এই তিনটি রিপোর্ট নেগেটিভ এলেই সেই ক্রিকেটারের নিভৃতবাস শেষ হবে৷ এদিকে সিএসকে টিম শেষ ম্যাচ খেলেছিল মুম্বই ইন্ডিয়ানসের সঙ্গে৷ দুই সদস্যর করোনা আক্রান্ত হওয়ার খবর মিলতেই মুম্বই ইন্ডিয়ান্স টিম টেস্টের সিদ্দান্ত নিয়েছে৷ সিএসকে কর্তারা ইতিমধ্যেই রাজস্যান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে তাদের পরবর্তী দুই ম্যাচের সময়সীমা পরিবর্তনের জন্য বিসিসিআইয়ের কাছে দরবার করেছেন৷