গত কয়েক বছরে টেস্ট ক্রিকেটে আমূল পরিবর্তন এসেছে। ইংল্যান্ডের মতো দলগুলো খেলার ধারণাকে পাল্টে গত প্রায় এক বছর ধরে সাফল্যের স্বাদ পেয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন হল ব্যাটসম্যানরা আক্রমণাত্মক ক্রিকেট খেলার চেষ্টা করে এবং শুরুতেই বোলারদের বিপর্যস্ত করে। টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এমএস ধোনি। ৯০টি টেস্ট ম্যাচ ও ১৪৪টি টেস্ট ইনিংসে ৭৮টি ছয় মারেন তিনি। সেই রেকর্ডকে আজ ছুঁয়ে গেলেন কিউই পেসার টিম সাউথি। ৯২টি টেস্ট এবং ১৩০টি টেস্ট ইনিংসে তিনি এই মাইলফলক স্পর্শ করেন। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস সম্প্রতি ব্রেন্ডন ম্যাকালামকে টপকে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা (১০৯) হাঁকানোর রেকর্ড গড়েছেন।
দেখুন টিম সাউথির ধোনিকে ছুঁয়ে যাওয়ার মুহূর্ত
That is some 𝗖𝗟𝗘𝗔𝗡 hitting 🏏
Tim Southee now equals MS Dhoni for number of Test match 6️⃣s with 78... #NZvENG pic.twitter.com/1qoa2odbMt— Cricket on BT Sport (@btsportcricket) February 25, 2023