আজ ৪৯-এ পা দিলেন বাংলা ও বাঙালির গর্ব 'মহারাজ' সৌরভ গঙ্গোপাধ্যায়ের ( Sourav Ganguly)। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের জন্মদিনে শুভেচ্ছা (Happy Birthday) বার্তায় উপচে পড়ছে সোশ্যাল মিডিয়া। শুধু শুভাকাঙ্খী বা অনুরাগী ক্রিকেট ভক্তরাই নন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ক্রিকেটাররাও শুভেচ্ছা জানাচ্ছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে।
শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ থেকে টিম কলকাতা নাইট রাইডার্স।
দেখে নিন,
আমার প্রিয় দাদি। শুভ জন্মদিন। আপনার সামনে একটি স্বাস্থ্যকর এবং সুখী বছর কামনা করি|
My beloved Dadi. Happy birthday. Wishing you a healthy and happy year ahead. pic.twitter.com/wX9WlPZpPU
— Sachin Tendulkar (@sachin_rt) July 8, 2021
শুভ জন্মদিন মহারাজ 💜💛@SGanguly99 #HappyBirthdayDada pic.twitter.com/j9mJA5v1CA
— KolkataKnightRiders (@KKRiders) July 7, 2021
Few could match Dada ka Junoon, Dada ka Iraada .
May you be in good health and spirits always Dada. #HappyBirthdayDada pic.twitter.com/6Ogg6LLN5z
— Virender Sehwag (@virendersehwag) July 8, 2021
Many many happy returns of the day @SGanguly99 .Your contribution to Indian cricket at critical times as captain and as administrator has been brilliant and wish you a very fruitful year ahead. #HappyBirthdayDada pic.twitter.com/JHSocFktoL
— Venkatesh Prasad (@venkateshprasad) July 8, 2021
Many more happy returns of the day @SGanguly99 . May you be gifted with life’s biggest joys and never-ending bliss. Wishing you a great year ahead. #HappyBirthdayDada pic.twitter.com/O2SXZjHaMp
— VVS Laxman (@VVSLaxman281) July 8, 2021
My best wishes to you dada @SGanguly99 The Indian cricket will forever be grateful to you, thank you for bringing out the best in everything! Your passion towards cricket will always be an inspiration for generations to come! #HappyBirthdayDada
— Suresh Raina🇮🇳 (@ImRaina) July 8, 2021
Happy birthday my Captain 🤗❤️ @SGanguly99 Love Always #HappyBirthdayDada pic.twitter.com/7fGiW7P8sK
— Harbhajan Turbanator (@harbhajan_singh) July 8, 2021
He took charge of Indian cricket in its darkest hour and led Indian cricket to a new dawn. Happy Birthday to the ultimate leader of men @SGanguly99 #HappyBirthdayDada 🎂 pic.twitter.com/EUo6FjylQv
— Wasim Jaffer (@WasimJaffer14) July 8, 2021
১৯৯৬ সালে লর্ডসে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় সৌরভের। এর বছর চারেক আগে আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ান ডে ম্যাচে অভিষেক হয়েছিল তাঁর। কিন্তু সেই ম্যাচ খেলার পর বাদ পড়েন। এরপরে ক্রিকেট দুনিয়ায় তাঁর যাত্রা উন্নতির শিখরে পৌঁছে দেয়। ২০০০ সালে অধিনায়ক নির্বাচিত হওয়ার পর ২০০৫ সাল পর্যন্ত ভারতীয় দলের অধিনায়ক ছিলেন সৌরভ। এই সময়ে তিনি একজন সফল অধিনায়ক হিসেবে দাগ কাটেন। এরপর গ্রেগ চ্যাপেলের সঙ্গে তাঁর সাময়িক দ্বন্দ্বে অধিনায়কত্ব খোয়াতে হয়। ২০০৬ সালে ভারতীয় দলে তিনি আবার ফিরে আসেন। ২০০৮-এ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন সৌরভ।