BCCI প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন সৌরভ গাঙ্গুলি (Photo: BCCI)

মুম্বই, ২৩ অক্টোবর: ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সভাপতি (President) হিসেবে দায়িত্ব তুলে নিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। বুধবার অমিত শাহর ছেলে জয় শাহও (Jay Shah) দায়িত্ব নিলেন বিসিসিআই সচিব পদের। অরুণ ধুমল (Arun Dhumal) কোষাধক্ষ্য হিসেবে দায়িত্ব নিয়েছেন। বুধবার বোর্ডের বার্ষিক সাধারণ সভা বসে মুম্বইয়ের সদর দফতরে। সেখানেই বিনা প্রতিদ্বন্ধিতায় সৌরভ সভাপতি নির্বাচিত হন। ভিজিয়ানগ্রামের মহারাজার পরে সৌরভ গাঙ্গুলিই প্রথম ক্রিকেটার যিনি ভারতের ক্রিকেট বোর্ডের (BCCI) সভাপতি নির্বাচিত হলেন।

যদিও 'কুলিং অফ পিরিয়ড' নিয়মের কারণে সৌরভ অবশ্য মাত্র ৯ মাসের জন্য বোর্ডের দায়িত্বে থাকতে পারবেন। আগামী বছরের জুলাই মাস পর্যন্ত দাদা বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন। কারণ তিনি এই দায়িত্ব নেওয়ার আগে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (CAB)-র সভাপতি ছিলেন। স্বাভাবিকভাবেই তাঁকে কুলিং পিরিয়ডে যেতে হবে। ২০১৫ সালে জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর সিএবি প্রেসিডেন্ডের দায়িত্ব তুলে নিয়েছিলেন ৪৭ বছরের এই প্রাক্তন ক্রিকেটার। কম সময়ে দায়িত্ব পেলেও দারুন কিছু করতে চান সৌরভ। যেভাবে দেশের অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে ভারতীয় ক্রিকেটের মানসকিতা বদলে দিয়েছিলেন, সেই রকম কিছুই বোর্ডের ক্ষমতা পেয়েও করতে চান দাদা। প্রথমে ঘরোয়া ক্রিকেটে খেলা ক্রিকেটারদের জন্য কাজ করতে চান বলে সৌরভ জানিয়েছিলেন। আরও পড়ুন: Marieke Vervoort: প্যারালিম্পিক সোনাজয়ী মার্কি ভেরভোর্তের স্বেচ্ছামৃত্যু, প্রতিবন্ধকতা হারানো সোনার মেয়ের শারীরিক যন্ত্রণার কাছে হার স্বীকার

বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে এসে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর-র সদস্য ডায়না এডুলজি বলেন, "একজন ক্রিকেটার প্রেসিডেন্ট হতে যাচ্ছে। এতে আমি খুশি। আমি আশা করছি সৌরভ ভারতীয় ক্রিকেটকে উন্নতির শিখরে নিয়ে যাবেন।" এদিকে আজই BCCI-এ শেষ হতে চলেছে ৩৩ মাস ধরে চলা সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসনিক কমিটি (COA)-র জমানা। যে COA-র বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক, জলঘোলা কম হয়নি। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল নতুন বোর্ড দায়িত্ব নিলেই কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর-র মেয়াদ শেষ হয়ে যাবে।