মঙ্গলবার, ১৬ জানুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আয়োজকদের ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা এনেছে জিম্বাবয়ে। ব্যাট করতে নেমে প্রথম ৫ ওভারে মাত্র ২৭ রান দিয়ে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে শ্রীলঙ্কার টপ অর্ডার। ব্লেসিং মুজারাবানির (Blessing Muzarabani) অসাধারণ বোলিংয়ে ফেরেন পাথুম নিসাঙ্কা (Pathum Nissanka) এবং কুশল পেরেরা (Kusal Perera)। অবশেষে অ্যাঞ্জেলো ম্যাথিউস (Angelo Mathews) এবং আসালাঙ্কা ইনিংসকে স্থির করেন, একদিকে যেমন আগ্রাসনের সঙ্গে খেলেন আসালাঙ্কা অন্যদিকে, শান্ত ম্যাথিউস ৩২ বলে তার অর্ধশতক পূর্ণ করেন এবং আক্রমণটি চালিয়ে যান। জবাবে জিম্বাবয়ের ওপেনাররা সরাসরি আক্রমণ করলেও সফলতা পায়নি। একা ক্রেগ ইরভিন (Craig Ervine) খেলা চালিয়ে গেলেও বাকি উইকেটের ওপর আঘাত হানতে থাকেন হাসরাঙ্গারা। শেষ পর্যন্ত হাসারাঙ্গার বলে ৫৪ বলে ৭০ রানের ইনিংসে গুগলির শিকার হন ইরভিন। কিন্তু জংওয়ে, রায়ান বার্ল ও মাদান্দে মিলে ডেথ ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়ে সফরকারীদের জয় এনে দেন। Keshav Maharaj Silent Bhagwan Pooja Video: ড্রেসিংরুমে ভগবানের প্রার্থনায় প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ, দেখুন ভাইরাল ভিডিয়ো
দেখুন স্কোরকার্ড
A FINAL OVER HEIST KEEPS THE SERIES ALIVE!
Needing 20 from the last six balls, Jongwe and Madande fire Zimbabwe to victory! https://t.co/2Chu6FxkTC | #SLvZIM pic.twitter.com/MF88RJkv8D
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 16, 2024
দেখুন ভিডিও