শ্রীলঙ্কার নিউজিল্যান্ড সফর শুরু হয়েছে টেস্ট ম্যাচ দিয়ে। ক্রাইস্টচার্চের টেস্ট তথা পুরো সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওভালে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২১-২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ এখনও রয়েছে শ্রীলঙ্কার। ক্রাইস্টচার্চে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কা ৩ উইকেট হারিয়ে ৮৩ রান তুলেছে। ড্যারিল মিচেলের ১০২ ও ম্যাট হেনরির ৭২ রানে ভর করে প্রথম ইনিংসে ৩৭৩ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন টম ল্যাথাম ও ডেভন কনওয়ে। লাথাম ও কনওয়ে প্রথম উইকেটে ৬৭ রানের জুটি গড়েন। এরপর দ্রুত তিন উইকেট হারিয়ে শ্রীলঙ্কার পক্ষে খেলা ঘুরে যায়। এরপর এসে হাল ধরেন কনওয়ে-ল্যাথাম। প্রথম ইনিংসে বড় রান করা শ্রীলঙ্কার এবার লক্ষ্য থাকবে ব্যাট হাতে আরও একটি বীরত্বপূর্ণ পারফরমেন্স করার। ক্রাইস্টচার্চে দ্বিতীয় দিনে লাহিরু কুমারা ও অসিথা ফার্নান্দো ২টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ৩৫৫ রানে অলআউট হয়ে যায় দিমুথ করুণারত্নের শ্রীলঙ্কা। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি।
here are some key moments worth every bit of re-watch from day 3 of #NZvSL 1st Test 🤩#CricketOnPrime pic.twitter.com/8Oan2zSiFJ— prime video IN (@PrimeVideoIN) March 11, 2023
কবে, কোথায় আয়োজিত হবে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট চতুর্থ দিনের ম্যাচ?
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল (Hagley Oval, Christchurch) শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট চতুর্থ দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট চতুর্থ দিনের ম্যাচ?
শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট চতুর্থ দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় ভোর ৩ঃ৩০টায়
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
এই খেলা টিভিতে সম্প্রচারিত হবে না। সরাসরি খেলা দেখতে পাবেন অ্যামাজন প্রাইম (Amazon Prime) অ্যাপে।