শ্রীলঙ্কার নিউজিল্যান্ড সফর শুরু হয়েছে টেস্ট ম্যাচ দিয়ে। ক্রাইস্টচার্চের টেস্ট তথা পুরো সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওভালে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২১-২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ এখনও রয়েছে শ্রীলঙ্কার। লাহিরু কুমারা ও অসিথা ফার্নান্দোদের দাপটে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ১৬২ রান তুলেছে নিউজিল্যান্ড। টস হেরে ব্যাট করতে নেমে ৩৫৫ রানের বিশাল স্কোর করে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন টম ল্যাথাম ও ডেভন কনওয়ে। লাথাম ও কনওয়ে প্রথম উইকেটে ৬৭ রানের জুটি গড়েন। এরপর দ্রুত তিন উইকেট হারিয়ে শ্রীলঙ্কার পক্ষে খেলা ঘুরে যায়। ৬৭ রানে লাথামের বিদায়ের পর ৪০ রানে ব্যাট করছেন ড্যারিলি মিচেল। টিম সাউদির পাঁচ উইকেটে ৩৫৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। এর আগে টসে জিতে নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়ার পর প্রথম দিন ৬ উইকেটে ৩০৫ রান তোলে সফরকারীরা। কুশল মেন্ডিসের ব্যাট থেকে আসে ৮৭ রানের ঝকঝকে ইনিংস। দিমুথ করুনারত্নে করেন ৫০ রান। প্রথম দিনে সাউদি ৩ উইকেট নেন।
Joining the team tomorrow at Hagley Oval? Saturday is Dress Up Day and there are prizes to be won! Tickets | https://t.co/RVe2yXTXjx #NZvSL pic.twitter.com/td7YLkw3T0
— BLACKCAPS (@BLACKCAPS) March 10, 2023
কবে, কোথায় আয়োজিত হবে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট তৃতীয় দিনের ম্যাচ?
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল (Hagley Oval, Christchurch) শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট তৃতীয় দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট তৃতীয় দিনের ম্যাচ?
শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট তৃতীয় দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় ভোর ৩ঃ৩০টায়
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
এই খেলা টিভিতে সম্প্রচারিত হবে না। সরাসরি খেলা দেখতে পাবেন অ্যামাজন প্রাইম (Amazon Prime) অ্যাপে।