শ্রীলঙ্কার নিউজিল্যান্ড সফর শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে। ৯ মার্চ থেকে খেলা শুরু হবে ক্রাইস্টচার্চে। আসন্ন টেস্ট সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওভালে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২১-২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ এখনও রয়েছে শ্রীলঙ্কার। দু'টি টেস্ট জিততেই হবে এবং আশা করতে হবে, আহমেদাবাদে চতুর্থ ও শেষ টেস্টে অস্ট্রেলিয়া যেন ভারতের কাছে হেরে না যায়। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে টানা ১-১ ড্র করার পর আর কোনো টেস্ট ম্যাচ খেলেনি শ্রীলঙ্কা। সর্বশেষ বাংলাদেশ সফরে তারা ২-০ ব্যবধানে জিতেছে। অন্যদিকে, নিউজিল্যান্ড ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজের প্রথম টেস্ট হারের পর দ্বিতীয় টেস্টে এক রানের দুর্দান্ত জয় পায়।
Test match action returns to Christchurch tomorrow at Hagley Oval! Follow the Dulux Test Series from 11:00am NZT with @sparknzsport & @TodayFM_nz 📲 #NZvSL pic.twitter.com/KacB7pjhaW
— BLACKCAPS (@BLACKCAPS) March 7, 2023
কবে, কোথায় আয়োজিত হবে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ?
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল (Hagley Oval, Christchurch) শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ?
শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় ভোর ৩ঃ৩০টায়
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
এই খেলা টিভিতে সম্প্রচারিত হবে না। সরাসরি খেলা দেখতে পাবেন অ্যামাজন প্রাইম (Amazon Prime) অ্যাপে।