সোমবার থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। দিমুথ করুনারত্নের ১৭৯, কুশল মেন্ডিসের ১৪০ ও দীনেশ চান্ডিমালের ১০২ রানের সুবাদে ৬ উইকেটে ৫৯১ রানে ইনিংস ঘোষণা করে আয়োজকরা। আইরিশদের হয়ে দুটি উইকেট নেন কার্টিস ক্যাম্পার। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৪৩ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। প্রবথ জয়সুরিয়া সাত উইকেট নিয়ে সফরকারীদের বিপদে ফেলেন। এরপর শ্রীলঙ্কা ফলো-অন কার্যকর করে। দ্বিতীয় ইনিংসে হ্যারি টেক্টর সর্বোচ্চ ৪২ রান করেন, কিন্তু আয়ারল্যান্ড ১৬৮ রানে অলআউট
হলে এক ইনিংস ও ২৮০ রানে পরাজিত হয় তারা। শ্রীলঙ্কার হয়ে রমেশ মেন্ডিস চার উইকেট এবং জয়সুরিয়া তিন উইকেট নেন।
Join us for the second Test tomorrow from 5.30am (Ireland time).
➡️ All you need to know: https://t.co/ZEIhrIIjTB
➡️ Highlights of first Test: https://t.co/jxWDoAeIBd
C’mon, Ireland 👊#BackingGreen ☘️🏏 pic.twitter.com/7QS8xf9Gzr— Cricket Ireland (@cricketireland) April 23, 2023
কবে, কোথায় আয়োজিত হবে শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ?
গলের গল আন্তর্জাতিক স্টেডিয়ামে (Galle International Stadium) শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ?
আয়ারল্যান্ডের শ্রীলঙ্কার সফরে, দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ১০ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ অ্যাপে (Sony-Liv)।