আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৩২ রানের বিশাল জয় পেয়েছে শ্রীলঙ্কা। প্রথমে দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিসের অসাধারণ ব্যাটিং এবং পরে ওয়ানিন্দু হাসরাঙ্গা ও ধনঞ্জয়া ডি সিলভার দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানকে দ্বিতীয় ওয়ানডেতে হারাতে পেরেছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাটিং করতে নেমে ৩২৪ রানের বিশাল লক্ষ্য শ্রীলঙ্কা। সেই রান তাড়া করতে নেমে ইব্রাহিম জাদরানের ৫৪ রানে কিছুটা আশার আলো খুঁজে পায় আফগানিস্তান, এরপর হাসমতুল্লাহ শাহিদির ৫৭ রান করলেও বাকিরা কেউ দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কার বোলারদের সামনে। আর তারই ফলস্বরূপ ১৯১ রানে তাদের সহজেই গুটিয়ে দিয়ে দুর্দান্ত জয় তুলে নেয় শ্রীলঙ্কা। তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায় যা আজকের ম্যাচের গুরুত্ব বাড়িয়ে দেয়।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ- পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (উইকেটকিপার), অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা (অধিনায়ক), চরিত আসলঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্ত, কাসুন রাজিথা, মাথেশা পাথিরানা, লাহিরু কুমারা।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ- রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আজমতুল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, নূর আহমদ, ফজলহাক ফারুকী, ফরিদ আহমদ মালিক।
All set for a cracking contest as Sri Lanka take on Afghanistan in the series decider at Hambantota.
Which side will come up trumps to clinch the series?#SLvAFG
Coverage Powered by Dandex
More 👉 https://t.co/wBaen8k5ph pic.twitter.com/sTUyMhQh3x— ThePapare.com (@ThePapareSports) June 7, 2023
কবে, কোথায় আয়োজিত হবে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, তৃতীয় একদিবসীয় ম্যাচ?
৭ জুন হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Mahinda Rajapaksa International Stadium, Hambantota) তৃতীয় একদিবসীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
কখন থেকে শুরু হবে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, তৃতীয় একদিবসীয় ম্যাচ?
শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, তৃতীয় একদিবসীয় ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ১০ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, তৃতীয় একদিবসীয় ম্যাচ
সোনি স্পোর্টস নেটওয়ার্কে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, তৃতীয় একদিবসীয় ম্যাচটি টেলিভিশনে দেখানো হবে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, তৃতীয় একদিবসীয় ম্যাচ
সোনি লিভ (Sony-Liv) শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, তৃতীয় একদিবসীয় ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে।