শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ছয় উইকেটে জয় পেয়েছে আফগানিস্তান। টসে জিতে ব্যাটিংয়ে নেমে আফগান বোলাররা নির্ধারিত ৫০ ওভারে আয়োজকদের ২৬৮ রানে আটকে দেয় শ্রীলঙ্কাকে। পরে রান তাড়া করতে নেমে ইব্রাহিম জাদরানের (৯৮ বলে ৯৮) দুর্দান্ত ব্যাটিংয়ে ৪৬.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান। অন্যদিকে, প্রথম ওয়ানডেতে লজ্জাজনকভাবে হারের পর দাসুন শানাকার নেতৃত্বাধীন দলটির কাছে নতুন করে গ্রুপ করার খুব বেশি সময় নেই। কারণ আজ ৪ জুন হাম্বানতোটার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে আবারও মুখোমুখি হবে দুই দল।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ- পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (উইকেটকিপার), অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা (অধিনায়ক), চরিত আসলঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্ত, কাসুন রাজিথা, মাথেশা পাথিরানা, লাহিরু কুমারা।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ- রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আজমতুল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, নূর আহমদ, ফজলহাক ফারুকী, ফরিদ আহমদ মালিক
🇱🇰🆚🇦🇫 Sri Lanka is all set to take on Afghanistan in the 2nd ODI at 10AM. The pressure is on and it's a must-win game for Sri Lanka! 🤞#SLvAFG pic.twitter.com/cl9rssmtfu
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) June 4, 2023
কবে, কোথায় আয়োজিত হবে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, দ্বিতীয় একদিবসীয় ম্যাচ?
৪ জুন হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Mahinda Rajapaksa International Stadium, Hambantota) দ্বিতীয় একদিবসীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
কখন থেকে শুরু হবে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, দ্বিতীয় একদিবসীয় ম্যাচ?
শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, দ্বিতীয় একদিবসীয় ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ১০ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, দ্বিতীয় একদিবসীয় ম্যাচ
সোনি স্পোর্টস নেটওয়ার্কে শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, দ্বিতীয় একদিবসীয় ম্যাচটি টেলিভিশনে দেখানো হবে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, দ্বিতীয় একদিবসীয় ম্যাচ
সোনি লিভ (Sony-Liv) শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, দ্বিতীয় একদিবসীয় ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে।