শুভমন গিল সম্ভবত আজই ভারতীয় দলে যোগ দিতে পারেন এবং এক সপ্তাহের মধ্যে তাঁর প্রথম অনুশীলন সেশন করতে পারেন তিনি। গত ৫ অক্টোবর চেন্নাইয়ে টিম ইন্ডিয়ার প্রথম অনুশীলনের সময় থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। গিল গতকালই চেন্নাই থেকে সান্ধ্যকালীন বিমানে চড়ে কাল রাতে আহমেদাবাদে পৌঁছেছেন। তবে জানা গিয়েছে, অনুশীলনে তাঁর শারীরিক কার্যকলাপে প্রতিক্রিয়ার ওপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ খেলতে যখন বাকি সতীর্থরা গতরাতে দিল্লিতে ছিলেন, তখন গিল চেন্নাই থেকে আহমেদাবাদের বিমান ধরেছিলেন। সুস্থ হয়ে ওঠা ও ডেঙ্গুর চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য চেন্নাইয়ে থেকে যান এই ওপেনার। প্লেটলেটের সংখ্যা ১ লক্ষের নিচে নেমে যাওয়ার পর তাকে হাসপাতালে এক রাত কাটাতে হয় কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরে তিনি হোটেলের ফিরে আসেন এবং এখন উন্নতি দেখাচ্ছেন, ভাল হয়ে উঠছেন। Spectators Fight During IND vs AFG: বিশ্বকাপে ভারত-আফগান ম্যাচে ভক্তদের মধ্যে হাতাহাতি, দেখুন ভিডিও
Arrival of Shubman Gill in Ahmedabad. (Vipul Kashyap).
- Hope we get to see Gill soon in action...!!!pic.twitter.com/j5DDZpYlHj
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 11, 2023
আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। ডানহাতি এই ব্যাটসম্যানের প্রত্যাবর্তনের তারিখ ঠিক করা এখনও কঠিন, কারণ অনুশীলনের পর তার শরীর কেমন প্রতিক্রিয়া দেখায়, তার ওপর সবকিছু নির্ভর করবে। বৃহস্পতিবার দিল্লি থেকে উড়ে যাবেন গিলের অন্য সতীর্থরা। ভারতীয় টিম ম্যানেজমেন্টকে এখনও তাই শুভমনকে নিয়ে অপেক্ষা করতে হবে। খেলা চালিয়ে যাবে। এখনও পর্যন্ত শুভমনের আলাদা কোনো স্ট্যান্ডবাই নিয়ে কোনও আলোচনা বা চিন্তা করা হয়নি বলেও জানা গিয়েছে News18 থেকে। সংবাদ সংস্থাকে বিসিসিআইয়ের এক পদস্থ সূত্র জানিয়েছেন, 'ম্যাচ ফিটনেস পুনরুদ্ধারের জন্য শুভমন গিলকে সব সময় সুযোগ দেওয়া হবে। ব্যবস্থাপনা তাকে সেটআপের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচনা করায় এই পর্যায়ে বদলি খোঁজা বা আলোচনা করার কোনো ভাবনা নেই। গিল ইতিমধ্যেই ইতিবাচক লক্ষণ দেখাচ্ছেন এবং খুব শীঘ্রই ফিরতে পারেন।