Shoaib Akhtar (Photo Credits: Facebook)

ইসলামাবাদ, ৮ নভেম্বর: প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতারকে (Shoaib Akhtar) ১০ কোটির মানহানির নোটিশ (Defamation Notice) পাঠাল পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন (Pakistan Television Corporation)। রবিবার প্রাক্তন পেসারকে এই নোটিশ পাঠানো হয়েছে। গত মাসে পিটিভি স্পোর্টস-(PTV sports) র একটি লাইভ অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান শোয়েব। পিটিভি-র দাবি, শোয়েবের এই আচরণ কেবল তাদের নিয়মের লঙ্ঘনই নয় বরং এর কারণে সংস্থার বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। আখতারকে ১০ কোটির ক্ষতিপূরণের সঙ্গে ৩৩ লাখ ৩৩ হাজার টাকাও দিতে বলা হয়েছে, যা তাঁর তিন মাসের বেতনের সমতুল্য। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হবে।

নোটিশে বলা হয়েছে, "২২ নম্বর ধারা অনুসারে, উভয় পক্ষেরই তিন মাসের লিখিত নোটিশ বা তার পরিবর্তে অর্থ প্রদানের মাধ্যমে চুক্তি বাতিল করার অধিকার ছিল। যেখানে, শোয়েব আখতার ২৬ অক্টোবর অন এয়ার চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন, তাই পিটিভি-র বিশাল আর্থিক ক্ষতি হয়েছে। শোয়েব আখতার টি-২০ বিশ্বকাপ ট্রান্সমিশনের সময় পিটিভিসি ম্যানেজমেন্টকে কিছু না জানিয়ে দুবাই ছেড়ে চলে গিয়েছিলেন। এছাড়াও, ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়র সঙ্গে একটি ভারতীয় টিভি শোয়ে উপস্থিত ছিলেন। যার কারণে পিটিভি অপূরণীয় ক্ষতি হয়েছে।" আরও পড়ুন: Padma Awards 2021: পদ্ম ভূষণে সম্মানিত পি ভি সিন্ধু

সঞ্চালক নওমান নিয়াজের সঙ্গে ঝামেলার কারণে গত মাসে লাইভ টিভি শো ছেড়ে চলে যান রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। তারপরই বিতর্ক শুরু হয়ে যায়। নোটিশ পাওয়ার পর শোয়েব জানিয়েছেন যে তিনি আইনি পথেই পিটিভি-কে জবাব দেবেন। তাঁর হয়ে আদালতে লড়াই করবেন আইনজীবী সলমন নিয়াজি।