অ্যাডিলেড ওভালে উদ্বোধনী টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে শামার জোসেফের (Shamar Joseph) স্বপ্নের টেস্ট অভিষেক হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের এই পেসার বিভিন্ন পর্যায়ে উইকেট নিয়ে ২০ ওভারে ৯৪ রানে ৫ উইকেট নিয়েছেন। এর আগে ১১ নম্বরে ব্যাট করতে নেমে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। শামার ৩৬ রান এখন অস্ট্রেলিয়ায় ১১ নম্বর ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট স্কোর। উল্লেখ্য, শামার অভিষেকের আগে মাত্র পাঁচটি প্রথম-শ্রেণীর ম্যাচ খেলেছেন। ছোটবেলায় প্রফেশনাল ভাবে ক্রিকেট না খেলেই গায়ানার এই যুবক প্রাপ্তবয়স্ক হিসাবে বার্বাইসে বিভাগ ২ ক্লাব গেমস খেলতে শুরু করেন। শুধু তাই নয় ক্রিকেট খেলার আগে নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করতেন তিনি। গতকাল নবম ওভারে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম বলেই স্টিভ স্মিথকে আউট করে ইতিহাস গড়েন শামার। আজ তাঁর স্বীকার হন ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক ও নাথান লায়ন। প্রথম ওয়েস্ট ইন্ডিজ বোলার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট অভিষেক পাঁচ উইকেটের রেকর্ড গড়েছেন শামার। সব মিলিয়ে দশম সফরকারী বোলার হিসেবে অভিষেক টেস্টে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়লেন ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান। গত মাসে অ্যাডিলেডে আমির জামালের ৬ উইকেট একবিংশ শতাব্দীতে প্রথম এই মাইলফলক স্পর্শ করেন। Shamar Joseph Wicket, AUS vs WI: দেখুন, অভিষেকে প্রথম বলেই স্টিভ স্মিথকে আউট করে শামার জোসেফের ইতিহাস
দেখুন দলের সম্বর্ধনা
Take a bow Shamar Joseph. Adelaide will never forget you. Nor will Australia. What a story. What a performance #AusvWI pic.twitter.com/GNQ5e3gDPg
— Bharat Sundaresan (@beastieboy07) January 18, 2024
দেখুন আজকের উইকেটের ভিডিও
This man can do no wrong!
Shamar Joseph gets his third victim in his first over of day two #AUSvWI pic.twitter.com/6SpHNlMN8X
— cricket.com.au (@cricketcomau) January 17, 2024
Fast and accurate!
Shamar Joseph has his fourth on debut #AUSvWI pic.twitter.com/B9lqgrfTiw
— cricket.com.au (@cricketcomau) January 18, 2024
#AUSvsWIN WestIndies Tour of Australia, 1st Test
FIVE WICKET HAUL ON DEBUT FOR#ShamarJoseph 🔥 pic.twitter.com/qfjthQnIk5
— Crickskills (@priyansh1604) January 18, 2024