টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটা আদর্শ নয় বলে জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান (Shakib Al Hasan)। জিম্বাবয়ের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে বাংলাদেশ বৈশ্বিক আসরের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং হোম সিরিজ শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে তারা। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের আসরে বাংলাদেশ তাদের প্রস্তুতির অংশ হিসেবে নিউজিল্যান্ড ও পাকিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলেছিল। সিরিজে ম্যাচ জিততে না পারলেও দারুণ লড়াই করে তারা। ২০০৭ সালে প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজে নেদারল্যান্ডকে হারানোর পর টুর্নামেন্টের মূল পর্বে প্রথম জয় পায় বাংলাদেশ। জিম্বাবয়েকে ৩ রানে হারিয়ে মূল পর্বে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। BAN vs ZIM 1st T20I Result: জিম্বাবয়ের বিপক্ষে ঘরের মাঠে একতরফা জয় বাংলাদেশের
জিম্বাবুয়ে সিরিজে বিশ্বকাপের অতো প্রস্তুতি হবে না বলছেন সাকিব 🗨#BANvZIM #ICCT20WorldCup #alltimefamilycake pic.twitter.com/42kDCl1xHo
— bdcrictime.com (@BDCricTime) May 4, 2024
ক্রিকবাজের খবর অনুসারে, তিনি বলেন, 'জিম্বাবয়ে ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে আমাদের পারফরম্যান্স বিবেচনা করে বিশ্বকাপ নিয়ে চিন্তা করলে ভুল হবে। বিশ্বকাপ ভিন্ন জায়গায় হবে এবং আমরা যত বেশি চাপ সামলাতে পারব, ভালো করার সম্ভাবনা বেশি থাকবে। গত বিশ্বকাপে আমরা পারফর্ম করেছি এবং যদিও আমরা খুব ভালো করতে পারিনি, কেউ বলবে না আমরা খারাপ করেছি। এটা যদি আমাদের মানদণ্ড হয় তাহলে এই বিশ্বকাপে আমাদের সুযোগ আছে সেটা অতিক্রম করার সুযোগ আছে এবং সেটা করতে হলে প্রথম রাউন্ডে আমাদের তিনটি ম্যাচ জিততে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার পেছনে একটা বড় কারণ হলো তাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং জায়গাটা সম্পর্কে জানা। খুব কম লোকেরই ফ্লোরিডায় খেলার অভিজ্ঞতা রয়েছে এবং আমরা এই সিরিজটি খেলে কন্ডিশনের সাথে অভ্যস্ত হয়ে উঠব তবে একই সাথে আমি বলব যে এটি আদর্শ (প্রস্তুতির দিক থেকে) নয়।'
বিসিবির নীতিনির্ধারকদের দিকেও আঙুল তুলেছেন সাকিব। তিনি মনে করেন, চলমান ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বটি স্বাভাবিক পদ্ধতিতে শেষ না করে সংক্ষিপ্ত ফরম্যাট সংস্করণে খেললে ভালো হতো। বাংলাদেশ তাপপ্রবাহের মধ্য দিয়ে যাচ্ছে এবং তিনি মনে করেন ৫০ ওভার খেলা অমানবিক। তিনি বলেন, 'সুপার লিগ (ডিপিএল) টি-টোয়েন্টি ফরম্যাটে হলে ভালো হতো। এই গরমে সারাদিন মাটিতে পড়ে থাকা অমানবিক। এটি আরও দায়িত্বশীলতার সাথে পরিচালনা করা যেতে পারে। সামনে আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে এবং সেক্ষেত্রে এটি জাতীয় দলের জন্য সহায়ক হবে। কোনোভাবেই তা হয়নি।'