ক্রিকেট স্কটল্যান্ডের চেয়ারম্যান অঞ্জন লুথরা পদত্যাগ করেছেন। শুক্রবার এক টুইটার পোস্টের মাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন লুথরা। তিনি লিখেছেন, 'এখন সময় এসেছে স্কটিশ ক্রিকেট সম্প্রদায় সত্যটা শোনে। গত বছরের অক্টোবরে ক্রিকেট স্কটল্যান্ডের চেয়ারম্যান হিসেবে নাম ঘোষণা করেন লুথরা, মাত্র কয়েক মাস আগে স্পোর্টসকটল্যান্ড আবিষ্কার করে যে সংস্থাটি প্রাতিষ্ঠানিক বর্ণবাদ সম্পর্কিত ৩১টি পরীক্ষার মধ্যে ২৯টি পরীক্ষায় ব্যর্থ হয়েছে, গত জুলাইয়ে একটি প্রতিবেদন প্রকাশের প্রাক্কালে পুরো বোর্ডের পদত্যাগের দিকে নেতৃত্ব দেয়। 'চার সদস্যের পর লুথরা বিদায় নিয়েছেন। এর আগে গত সপ্তাহের শুরুতে ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন অ্যাডভাইজরি (ইডিআই) গ্রুপ থেকে স্কটল্যান্ডের নারী লেগ স্পিনার আবতাহা মকসুদসহ, ক্রিকেট স্কটল্যান্ডের বর্ণবাদ-বিরোধী ও সমতাবাদী মনোভাব থেকে পদত্যাগ করেছেন। বর্ণবাদ মোকাবেলায় অগ্রগতির অভাব এর মূল কারণ।
শুনুন অঞ্জন লুথরার বক্তব্য
🗣️ "It is in a very precarious position - I'm not going to deny that. I absolutely agree that there is a worry about the future of cricket in Scotland."
Anjan Luthra on why he resigned as Cricket Scotland chair, criticism of his update last week, fears for the future & more⬇️ pic.twitter.com/bk8aNSeTn2
— Sky Sports Scotland (@ScotlandSky) March 31, 2023