সচিন তেন্ডুলকর ও রমাকান্ত আচরেকর।(Photo Credits: Twitter/ Sachin Tendulkar)

Sachin Tendulkar paid tributes to Achrekar Sir: শিক্ষক দিবসে (Teachers’ Day 2019) প্রতি বছর গুরু শ্রদ্ধায় তাঁর কোচ রমাকান্ত আচারেকরকে প্রণাম জানান সচিন তেন্ডুলকর। এবারের শিক্ষক দিবসে গুরু আচারেকর তাঁর পাশে নেই। চলতি বছর জানুয়ারিতে ৮৭ বছর বয়েসে প্রয়াত হন আচারেকর। আচারেকরের স্যারের প্রয়াণের পর এই প্রথম শিক্ষক দিবস। স্যারকে ভোলেননি সচিন। গুরু-শিষ্যর সম্পর্কের এক চিরকালীন দৃষ্টান্ত হয়ে থেকে যাবে আচারেকর-সচিন জুটি ।

টুইটারে সচিন তেন্ডুলকরের আবেগি টুইট, '' আচরেকর স্যার আমায় সব সময় সোজা ব্য়াটে খেলতে শিখিয়েছেন-সেটা মাঠে হোক বা মাঠের বাইরে। আমি আমার জীবনে ওনার অপরিমেয় অবদানেকর জন্য চির কৃতজ্ঞ থাকবো।'' এরপর সেই টুইটে সচিন লেখেন, আচরেকর স্যারের শিক্ষা আজীবন পথ দেখিয়ে যাবে।''মুম্বইয়ের শিবাজী পার্কে সচিনকে নিজে হাতে তৈরি করেছিলেন আচারেকর। সাফল্যের সব রাস্তা পেরিয়েও অতীতকে ভুলে যাননি সচিন। স্যারকে আজও মাথার ওপর রেখে জীবন কাটাচ্ছেন ক্রিকেটঈশ্বর।

চলতি বছর ২ জানুয়ারি প্রয়াত হন রমাকান্ত আচারেকর। ১৯৯০ দ্রোণাচার্য ও ২০১০ সালে পদ্মশ্রী পুরস্কার পান রমাকান্ত আচারেকর। ভারত রত্ন তথা ক্রিকেটের ঈশ্বর তৈরি করতে রমাকান্ত আচেরকরকে কম পরিশ্রম করতে হয়নি। বারো বছর বয়সে ছোট্ট দুরন্ত সচিনকে শিবাজী পার্কে বিখ্যাত ক্রিকেট কোচ রমাকান্ত আচারেকরের কাছে প্রশিক্ষণের জন্য ভর্তি করেন। ব্যস, গুরু-শিষ্যের সম্পর্কের সেই শুরু। আন্তর্জাতিক ক্রিকেটে সচিন রেকর্ডের এভারেস্ট গড়লেও, স্যারের কাছে বকুনি খেতেন। সচিনকে ছোট্ট একটা স্কুটারে চড়িয়ে খেলতে নিয়ে যেতেন আচেরকর। অনেক কষ্ট করেছেন। আচারেকরের মৃত্যুর পর সচিন কেঁদে ছিলেন বলে শোনা গিয়েছিল।