South Africa Test Team (Photo Credit: Proteas Man/ Twitter)

আজ ৮ মার্চ জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে (Wanderers, Johannesburg) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে আফ্রিকা। প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা ৮৭ রানে জিতেছিল। প্রোটিয়া অধিনায়ক প্রথম টেস্টে দলকে জয়ের পথে নিয়ে যাওয়ার পর অধিনায়ক হিসেবে সফল শুরুটা চালিয়ে যেতে চাইবেন টেম্বা বাভুমা (Temba Bavuma)। জোহানেসবার্গে প্রথম টেস্টে চোটের জন্য খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার তারকা পেসার অ্যানরিখ নর্টজে (Anrich Nortje)। সেনুরান মুথুস্বামীর (Senuran Muthusamy) পরিবর্তে কেশব মহারাজকে দলে নিতে পারে আয়োজকরা। অন্যদিকে,হারের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজ হয়তো শ্যানন গ্যাব্রিয়েল বা রস্টন চেজকে সরিয়ে আরেকজন স্পিনার গুডাকেশ মতিকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে, যিনি ভালো ফর্মে আছেন।

কবে, কোথায় আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট ম্যাচ?

৮ মার্চ, জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে (Wanderers, Johannesburg) দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট ম্যাচ?

দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ৩০টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

ভারতে খেলা সম্প্রচার করবে ফ্যানকোড (FanCode)। এয়ারটেল টিভি (Airtel Tv) এবং জিও টিভি (Jio Tv) মোবাইল ব্যবহারকারীদের টি-২০ ক্রিকেট লিগ সম্পর্কে আপডেট পেতে সহায়তা করবে।