SA vs WI Test Series 2023 (Photo Credit: Windies Cricket/ Twitter)

আজ ১০ মার্চ জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে (Wanderers, Johannesburg) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিনের শেষে অপরাজিত ৮১ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে হতাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক জেসন হোল্ডার। হোল্ডারের সুবাদে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৫১ রান তোলে। ৬৯ রানে পিছিয়ে থাকলেও হোল্ডারের ঝকঝকে ইনিংস খেলার আগে তা আরও খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছিল। যেখানে তার সতীর্থরা কেউই স্বাধীনভাবে রান করতে পারেনি, কাইল মায়ার্সের ৮৩ বলে ২৯ রানের লড়াই ছাড়া আর কেউ কিছু করতে পারেনি সেখানে হোল্ডারকে ইনিংসের শুরু থেকেই নেতৃত্ব দিতে দেখা যায়।

কবে, কোথায় আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট তৃতীয় দিনের ম্যাচ?

১০ মার্চ, জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে (Wanderers, Johannesburg) দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট তৃতীয় দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট তৃতীয় দিনের ম্যাচ?

দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট তৃতীয় দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ৩০টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

ভারতে খেলা সম্প্রচার করবে ফ্যানকোড (FanCode)। এয়ারটেল টিভি (Airtel Tv) এবং জিও টিভি (Jio Tv) মোবাইল ব্যবহারকারীদের টি-২০ ক্রিকেট লিগ সম্পর্কে আপডেট পেতে সহায়তা করবে।