আজ ২৬ মার্চ সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্টস পার্কে (SuperSport Park, Centurion) টি -২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা এই সিরিজ শুরু করবে তারুণ্য ও অভিজ্ঞতার সুষম ভারসাম্য নিয়ে তাই নবনিযুক্ত অধিনায়ক আইডেন মার্করাম চাইবেন আজ সহজ জয় তুলে নিতে। প্রথম ম্যাচে দুরন্ত জয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নিশ্চিত করতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। তাঁদের নতুন টি-২০ অধিনায়ক রভম্যান পাওয়েল নেতৃত্ব পাওয়ার পর দুর্দান্ত খেলার প্রদর্শনী করেন। অন্যদিকে প্রথম টি-টোয়েন্টিতে বেদনাদায়ক হারের পর সিরিজে সমতা ফেরাতে মরিয়া প্রোটিয়ারা। বিশেষ করে ডেভিড মিলার ও সিসান্দা মাগলা আগের ম্যাচে ব্যাটিংয়ের যে ঝলক দেখান সেটা তুলে ধরতে মরিয়া হবে।
West Indies seal a tense win in Centurion after skipper Rovman Powell's stunning knock! 👌#SAvWI | https://t.co/ciAHyQmqi9 pic.twitter.com/bMxgMf7OEq
— ICC (@ICC) March 25, 2023
কবে, কোথায় আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টি-২০ ম্যাচ?
২৬ মার্চ সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্টস পার্কে (SuperSport Park, Centurion) দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টি-২০ ম্যাচটি আয়োজিত হবে।
কখন থেকে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টি-২০ ম্যাচ?
দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টি-২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ৩০টায়।
কোথায় দেখবেন দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টি-২০ ম্যাচ সরাসরি সম্প্রচার?
দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টি-২০ ম্যাচ ভারতের স্টার স্পোর্টস (Star Sports) টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
কোথায় দেখবেন দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টি-২০ ম্যাচ লাইভ স্ট্রিমিং?
ডিজনি + হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App) সরাসরি দেখা যাবে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টি-২০ ম্যাচের লাইভ স্ট্রিমিং।