আজ ১৮ মার্চ ইস্ট লন্ডনের বাফেলো পার্কে (Buffalo Park, East London) তিনটি একদিবসীয় ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে বিনা টসেই পরিত্যক্ত হয়। এর আগে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে প্রোটিয়ারা। ২০২৩ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ একদিবসীয় ম্যাচের সিরিজ খেলে ২-১ ব্যবধানে জয় পায় দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ২০২২ সালের আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ একদিনের সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে ৮৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে তারা। তবে আসন্ন সিরিজ তাদের অবস্থানকে প্রভাবিত করবে না, কারণ এটি সুপার লিগের অংশ নয়। টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর একদিনের সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ।
A washed out 1st game makes this one even more important in the context of the series.
Who will get on the board - #SouthAfrica or #WestIndies? 💥
Tune-in to the 2nd #SAvWI ODI on March 18, 4:30 PM onwards, only on Star Sports Network!#Cricket pic.twitter.com/pBMxKUvocd— Star Sports (@StarSportsIndia) March 17, 2023
কবে, কোথায় আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় একদিনের ম্যাচ?
১৮ মার্চ ইস্ট লন্ডনের বাফেলো পার্কে (Buffalo Park, East London) দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় একদিনের ম্যাচটি আয়োজিত হবে।
কখন থেকে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় একদিনের ম্যাচ?
দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় একদিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪ঃ৩০টায়।
কোথায় দেখবেন দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় একদিনের সরাসরি সম্প্রচার?
দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় একদিনের ম্যাচ ভারতের স্টার স্পোর্টস (Star Sports) টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।
কোথায় দেখবেন দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় একদিনের ম্যাচ লাইভ স্ট্রিমিং?
ডিজনি + হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App) সরাসরি দেখা যাবে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় একদিনের ম্যাচের লাইভ স্ট্রিমিং।