SA vs WI T20I Series 2023 (Photo Credit: Twitter)

আজ ২৫ মার্চ সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্টস পার্কে (SuperSport Park, Centurion) টি -২০ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা এই সিরিজ শুরু করবে তারুণ্য ও অভিজ্ঞতার সুষম ভারসাম্য নিয়ে। দলে রয়েছেন তারকা খেলোয়াড় কুইন্টন ডি কক এবং নবনিযুক্ত অধিনায়ক আইডেন মার্করাম চাইবেন সহজ জয় তুলে নিতে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজদের সাম্প্রতিক সবচেয়ে প্রিয় ফরম্যাট হল টি-২০, যেটা তাদের শক্তি। টি-টোয়েন্টিতে তাদের সাম্প্রতিক ফর্ম উল্লেখযোগ্য না হলেও রভম্যান পাওয়েল ও নিকোলাস পুরানের মতো ব্যাটসম্যানদের ওপর ভরসা রাখবে দল। ওয়েস্ট ইন্ডিজ আজ খেলবে তাঁদের নতুন টি-২০ অধিনায়ক রভম্যান পাওয়েল নেতৃত্বে।

কবে, কোথায় আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম টি -২০ ম্যাচ?

২৫ মার্চ সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্টস পার্কে (SuperSport Park, Centurion) দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম টি -২০ ম্যাচটি আয়োজিত হবে।

কখন থেকে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম টি -২০ ম্যাচ?

দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম টি -২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ৩০টায়।

কোথায় দেখবেন দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম টি -২০ ম্যাচ সরাসরি সম্প্রচার?

দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম টি -২০ ম্যাচ ভারতের স্টার স্পোর্টস (Star Sports) টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

কোথায় দেখবেন দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম টি -২০ ম্যাচ লাইভ স্ট্রিমিং?

ডিজনি + হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App) সরাসরি দেখা যাবে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম টি -২০ ম্যাচের লাইভ স্ট্রিমিং।