আজ ৭ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এর চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এই দুই দলই গত পাঁচ ম্যাচের তিনটিতে জয় পেয়েছে তাই আশা করা যায় দু'পক্ষের মধ্যে ভালো লড়াই হবে। অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ ভারসাম্যপূর্ণ, ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদেরও সমানভাবে সাহায্য করে। পেসাররা পিচের ডাবল-পেসড প্রকৃতি ব্যবহার করতে পারে এবং ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারে, যখন তারা লুজ ডেলিভারির জন্য অপেক্ষা করবে। দলগুলো টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে গড়ে ২০৭ রান সংগ্রহ করে। SA vs SL, ICC ODI World Cup Live Streaming: বাভুমাদের দুর্দান্ত ব্যাটিং কি সামলাতে পারবে শানাকাদের আগুন বোলিং; সরাসরি দেখবেন যেখানে
টসঃ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার। দক্ষিণ আফ্রিকার দলে নেই রেজা হেনরিক্স। শ্রীলঙ্কার দলে চোটের কারণে বাদ মাহিশ থিকসানা এলেন দিলশান মধুশাঙ্কা।
Sri Lanka are bowling first in their World Cup opener against South Africa #SAvSL #CWC23
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 7, 2023
দক্ষিণ আফ্রিকার একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (ক্যাপ্টেন), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাডা।
শ্রীলঙ্কার একাদশ: কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চরিত আসলঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (ক্যাপ্টেন), দুনিথ ওয়েলালাগে, মাথিশা পাথিরানা, দিলশান মধুশাঙ্কা, কাসুন রাজিথা।