তিন ম্যাচের সিরিজের দুটি পুনর্নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। সিরিজের বাকি দুটি ম্যাচের প্রথমটি অনুষ্ঠিত হবে ৩১ মার্চ শুক্রবার বেনোনির উইলোমুর পার্কে (Willowmoore Park, Benoni)। ২০২১ সালের নভেম্বরে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হলেও বৃষ্টির কারণে কোনো ফল পাওয়া যায়নি। কোভিড-১৯ মহামারীর কারণে সিরিজের পরবর্তী ম্যাচগুলি স্থগিত করা হয়েছিল। ২০২৩ একদিবসীয় বিশ্বকাপের যোগ্যতার কথা মাথায় রেখে ডাচদের বিপক্ষে সিরিজটি প্রোটিয়াদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের সরাসরি যোগ্যতা অর্জনে দক্ষিণ আফ্রিকাকে অবশ্যই দুটি বিশ্বকাপ সুপার লিগ ম্যাচ জিততে হবে। এরপর একমাত্র আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৩-০ ব্যবধানে জয়ই বিষয়টিকে জটিল করে তুলবে। গত বছর নেদারল্যান্ডের কাছে শেষ ম্যাচে হেরে টি-২০ বিশ্বকাপের স্বপ্ন ভেঙ্গে যায় শিরোপার অন্যতম দাবিদারের। এই বার তাই সেই ভুল করতে চাইবে না তাঁরা।
🟠Tomorrow the first ODI @ProteasMenCSA
vs Netherlands starts at 1 pm.
Support the Dutch men in orange.
Watch the match live on SuperSport and Sky.
Or ball by ball: https://t.co/3ZuxMKBQq2#haveaniceday #ICC #SAvNED #joinourjourney pic.twitter.com/S3zVsq19Eo— Cricket🏏Netherlands (@KNCBcricket) March 30, 2023
কবে, কোথায় আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস দ্বিতীয় একদিনের ম্যাচ?
৩১ মার্চ, বেনোনির উইলোমুর পার্কে (Willowmoore Park, Benoni) দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস দ্বিতীয় একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস দ্বিতীয় একদিনের ম্যাচ?
নেদারল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফরে, দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস দ্বিতীয় একদিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪ঃ৩০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
ভারতে FanCode মোবাইল অ্যাপ (অ্যান্ড্রয়েড, আইওএস, টিভি); টিভি অ্যাপ (অ্যান্ড্রয়েড টিভি), অ্যামাজন ফায়ার টিভি স্টিক, জিও এসটিবি, স্যামসাং টিভি এবং তাদের ওয়েবসাইট, www.fancode.com -এ খেলা সম্প্রচার করা হবে।