আজ ১৫ সেপ্টেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। তৃতীয় ওয়ানডেতে জয় পেয়ে ১-২ ব্যবধানে খেলা শুরু করবে দু'দল। শেষ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে এইডেন মার্করামের অপরাজিত ১০২, উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি ককের ৮২ ও অধিনায়ক টেম্বা বাভুমার ৫৭ রানের সুবাদে ৩৩৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার পক্ষে ট্রাভিস হেড ২টি, তানভীর সাঙ্গা, নাথান এলিস ও মার্কাস স্টয়নিস ১টি করে উইকেট নেন। এরপর জেরাল্ড কোয়েত্জির চার উইকেটের সুবাদে অস্ট্রেলিয়াকে ২২৭ রানে গুটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার হয়ে ডেভিড ওয়ার্নার ৫৬ বলে ১০টি বাউন্ডারি ও ৩ ছক্কায় ৭৮ রান করেন। এর আগে প্রথম ওয়ানডেতে মাঙ্গাউং ওভালে ২২২ রান করতে হিমসিম খাওয়া অস্ট্রেলিয়া ৩৯২ রানের বিশাল ইনিংস খেলে আয়োজকদের এই রানের পাহাড়ের নিচে চাপা দিয়ে ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে নেয় এবং আগামী মাসের বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে নিজেদের পরিচয় আরও মজবুত করে। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১২৩ রানে হারের সঙ্গে আসে মার্নাস লাবুশেনের ১২৪ রান এবং ডেভিড ওয়ার্নারের ২০তম ওয়ানডে সেঞ্চুরি। IND vs BAN Super 4, Asia Cup 2023 Live Streaming: ভারত বনাম বাংলাদেশ, সুপার ফোর, এশিয়া কাপ; সরাসরি দেখবেন যেখানে (ভারত এবং বাংলাদেশ)
The Proteas are in high spirits as they return to our home turf. 💙
Pitori fam, are you ready to create 𝒍𝒆𝒌𝒌𝒆𝒓 𝒗𝒊𝒃𝒆𝒔? 🤩#SAvsAUS pic.twitter.com/YQZARpWYad
— Pretoria Capitals (@PretoriaCapsSA) September 14, 2023
দক্ষিণ আফ্রিকার একাদশঃ টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি।
অস্ট্রেলিয়ার একাদশঃ ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ (অধিনায়ক), ক্যামেরন গ্রিন/ মার্নাস লাবুশানে, জস ইংলিস, অ্যালেক্স ক্যারি, মার্কাস স্টোইনিস, শন অ্যাবট, অ্যাশটন আগার, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
কবে, কোথায় আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া চতুর্থ ওয়ানডে ম্যাচ?
১৫ সেপ্টেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে (SuperSport Park, Centurion) চতুর্থ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।
কখন থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া চতুর্থ ওয়ানডে ম্যাচ?
দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া চতুর্থ ওয়ানডে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া চতুর্থ ওয়ানডে ম্যাচ
সরাসরি টিভিতে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া চতুর্থ ওয়ানডে ম্যাচ ভারত দেখবেন স্টার স্পোর্টসে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া চতুর্থ ওয়ানডে ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে এবং ফ্যানকোডে।