দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম ওয়ানডেতে আয়োজকদের হারিয়েছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার দেওয়া ২২৩ রান তাড়া করতে নেমে অজিরা ১১৩ রানে ৭ উইকেটে সংকটে পড়লে আগার ও লাবুশানে শতরানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে জয়ের পথে নিয়ে যান। যদিও প্রথম ইনিংসে তেম্বা বাভুমার ওয়ান-ম্যান শো ছিল। রান তাড়া করতে নেমে মার্কো জ্যানসনের বলে বোল্ড হন ডেভিড ওয়ার্নার। এরপর ট্রাভিস হেড ও মিচেল মার্শ ৩৩ এবং ১৭ রান করে ফিরে যান। কাগিসো রাবাডা মার্শকে ফেরালে দ্বিতীয় বলের মুখোমুখি হওয়া ক্যামরুন গ্রিনের হেলমেটে রাবাডার বলে আঘাত লাগে এবং তাঁকে কনকাশন নিয়ে মাঠের বাইরে যেতে হয়। তখন লাবুশেনকে বিকল্প হিসেবে ঘোষণা করা হয়। পরের ওভারেই রাবাডার বলে জশ ইঙ্গলিস বোল্ড হয়ে বিদায় নেন। Mitchell Starc in IPL 2024: আগামী আইপিএলে মিচেল স্টার্ক! ৯ বছর পর আইপিএল নিলামে অজি পেসার
The super sub!! 🔁
Brought into the game under unfortunate circumstances, Marnus Labuschagne steers the Aussies to a remarkable victory in Bloemfontein #SAvAUS pic.twitter.com/ItdvmsRzvo
— cricket.com.au (@cricketcomau) September 7, 2023
পরপর জেরাল্ড কোয়েটজির বলে আউট হন অ্যালেক্স ক্যারি এবং মার্কাস স্টোইনিস। দ্রুত গতিতে আসা হেনরিক ক্লাসেনকে ক্যাচ দেন তিনি। শন অ্যাবটকে দ্রুত কেশব মহারাজ ফেরালে খুবই বিপদে পড়ে অজিরা। কিন্তু তখনও হাল ছাড়েননি লাবুশেন এরপর তাঁর সঙ্গে যোগ দেন অ্যাস্টন আগার। দুজনে মিলে স্থির থেকে যথাক্রমে ৮০ এবং ৪৮ রান করে অষ্টম উইকেটে ১১২ রানের জুটি গড়েন। শেষ পর্যন্ত প্রায় দশ ওভার ও তিন উইকেট হাতে রেখেই অস্ট্রেলিয়াকে সহজ জয় এনে দেন তিনি। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
এর আগে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। কুইন্টন ডি কক, রাসি ভ্যান ডার ডুসেন, এডেন মার্করামের মতো ব্যাটসম্যানরা নিয়মিত বিরতিতে উইকেট দিয়ে ফিরে যান। দক্ষিণ আফ্রিকা এরপর দ্রুত ক্লাসেন ও ডেভিড মিলারকে হারায় এবং ৫ উইকেটে ১০০ রান তুলে কোণঠাসা হয়ে পড়ে। তবে, বাভুমার সাথে মার্কো জ্যানসেনের জুটি ৫৭ রানের জুটি গড়ে দলকে ৬ উইকেটে ১৫৭ রানে নিয়ে যায়। এরপর উইকেটের সংখ্যা আরও বাড়তে থাকে। তবে, এনগিডি ও বাভুমার মধ্যকার দশম উইকেটে একগুঁয়ে অবস্থানের কারণে দক্ষিণ আফ্রিকা ২২২ রান করে। ইনিংসের ছয় বল বাকি থাকতেই এনগিডি তার উইকেট হারিয়ে ফেলেন এবং বাভুমা ১১৪ রানের ইনিংস খেলেন।