SA T20I Team (Photo Credit: GT/ X)

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) আফগানিস্তানের রূপকথার দৌড় শেষ করেছে দক্ষিণ আফ্রিকার বোলাররা এবং বৃহস্পতিবার ৯ উইকেটের জয়ের সাথে প্রোটিয়াদের তাদের প্রথম আইসিসি ফাইনালে নিয়ে যায়। ১২ ওভারের মধ্যে মাত্র ৫৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান৷ মার্কো জানসেন, তাবরাইজ শামসি, কাগিসো রাবাডা ও আনরিখ নর্টজে ত্রিনিদাদের পিচে আফগানদের কোনও করুণা দেখাননি৷ সেই মাঠ ব্যাটসম্যানদের কাছে ছিল দুঃস্বপ্নের মতো৷ ২৯ জুন, শনিবার বার্বাডোজে আইসিসি ফাইনালে জায়গা করার ম্যাচে টসে জিতে ত্রিনিদাদে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। প্রথম ওভারেই খেলার সুর পরিষ্কার হয়ে যায়। প্রথম ওভারেই রহমানউল্লাহ গুরবাজকে শূন্য রানে আউট করেন জানসেন। কেশব মহারাজের দ্বিতীয় ওভারটি একমাত্র মনে হয়েছিল যেখানে আফগানিস্তান কিছুটা স্বস্তি পেয়েছিল কারণ ধ্বংসের কাজ তৃতীয় ওভার থেকে অব্যাহত থাকে। Naveen-ul-Haq Shares Funny Meme: ক্যাপশনে দুঃখ প্রকাশ করেও গুলবাদিন নায়েবের মজার মিম শেয়ার করলেন নবীন উল হক (দেখুন পোস্ট)

পরের ওভারে ইব্রাহিম জাদরান ও মহম্মদ নবীকে আউট করে দলে যোগ দেন কাগিসো রাবাডা। খারোতে কোনও প্রতিরোধ গড়ে তুলতে না পারায় এবং ওমরজাইয়ের পাল্টা আক্রমণের চেষ্টা ব্যর্থ হওয়ায় উইকেটের মিছিল অব্যাহত থাকে। অবশেষে রাশিদ খান ও করিম জানাত ২২ রানের জুটি গড়ে আফগানিস্তানকে ৫০ রানে পৌঁছাতে সাহায্য করলেও এরপর শামসি মাঠে নামেন। স্পিনার জানাত এবং নূরকে আউট করে দক্ষিণ আফ্রিকার নিখুঁত বোলিং প্রদর্শন অব্যাহত থাকে। রাশিদকে নর্টজে ফেরানোর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তানের ৫৬ রানে অলআউট হয়ে যায় যা যেকোনো দলের সবচেয়ে খারাপ স্কোর।

দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুটা ভালো হয়নি কারণ পিচ তখনও পেসারদের সহায়তা করছিল। ফজলহক ফারুকি কুইন্টন ডি কককে শুরুতেই আউট করে আফগানিস্তানকে কিছুটা আশা জাগিয়ে দেন। এরপর এইডেন মার্করাম শুরুতেই লাইফলাইন পান, একটি ক্যাচ নেওয়া হলেও তাঁর রিভিউ করা হয়নি এবং মার্করাম আফগানিস্তানকে সেই ফল ভোগান এবং রিজা হেনড্রিক্সকে সঙ্গে নিয়ে প্রোটিয়া অধিনায়ক ৯ ওভারের মধ্যে টার্গেট তাড়া করে দলের প্রথম ফাইনাল যাত্রা নিশ্চিত করেন।