Ellysa Perry, RCB W, WPL 2023 (Photo Credit: @wplt20/ Twitter)

আজ ১৮ মার্চ মহিলা প্রিমিয়ার লিগে (Womens Premier League) ২০২৩-এর ১৬ নম্বর ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore Women) ও গুজরাত জায়ান্টস (Gujarat Giants)। মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে (Brabourne Stadium, Mumbai) অনুষ্ঠিত হবে ম্যাচটি। স্মৃতি মন্ধানার নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছয় ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে। আগের ম্যাচে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে পাঁচ উইকেটে জিতেছিল আরসিবি। এদিকে, ছয় ম্যাচে চার পয়েন্ট নিয়ে পাঁচ দলের তালিকার চতুর্থ স্থানে রয়েছে গুজরাট জায়ান্টস। আগের ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১১ রানে জয় নিশ্চিত করে স্নেহ রানার দল। দু'দলই ছন্দ ধরে থাকার চেষ্টা করবে এবং চাইবে জয় পেতে।

কবে, কোথায় আয়োজিত হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত জায়ান্টস মহিলা প্রিমিয়ার লিগের ম্যাচ?

মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে (Brabourne Stadium, Mumbai) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত জায়ান্টস মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে।

কখন থেকে শুরু হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত জায়ান্টস মহিলা প্রিমিয়ার লিগ?

মহিলা প্রিমিয়ার লিগের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত জায়ান্টস ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০ টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (Sports18 Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।