আজ ২ এপ্রিল আইপিএলের ষোড়শ আসরের ৫ নম্বর ম্যাচে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M.Chinnaswamy Stadium, Bengaluru) মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। আজ আইপিএলের ডাবলহেডারে দ্বিতীয় ম্যাচ এটি। চিন্নাস্বামী স্টেডিয়ামে দুই ফ্র্যাঞ্চাইজির প্রধান বোলাররা অনুশীলনে অনুপস্থিত থাকবেন। আরসিবির ওয়ানিন্দু হাসারাঙ্গা শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন, জশ হ্যাজেলউডকেও মাঠে পাবেনা তারা। এছাড়া উইল জ্যাকসের চোটের কারণে দলে এসেছেব মাইকেল ব্রেসওয়েল। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সকে জসপ্রিত বুমরার অনুপস্থিতির সঙ্গে লড়াই করতে হবে। তবে জোফ্রা আর্চারের উপর খুব নির্ভর করবে তারা। দু'দলের মধ্যে শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয় পেয়েছে আরসিবি। গত মরসুমে মাত্র একবার মুখোমুখি হয়েছিল তারা, ৯ বল বাকি থাকতেই সাত উইকেটে জয় তুলে নিয়েছিল বেঙ্গালুরু।
We’ve waited 3 years to say this 🥹
It’s Match Day at Namma Chinnaswamy and we can’t wait to get this started 🙌😬#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 #RCBvMI pic.twitter.com/0pef29RQGL
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 2, 2023
কবে, কোথায় আয়োজিত হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্স,আইপিএলের ম্যাচ?
২ এপ্রিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M.Chinnaswamy Stadium, Bengaluru) মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্স।
কখন থেকে শুরু হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্স,আইপিএলের ম্যাচ?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্স,আইপিএলের ম্যাচ
সরাসরি টিভিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএলের ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্স,আইপিএলের ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) এবং ভুট (Voot) অ্যাপে।