বুধবার বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah) জানান, রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ক্যারিবিয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ভারত। যদিও সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ভারত হার্দিক পান্ডিয়াকে তাদের পূর্ণকালীন অধিনায়ক হিসাবে আশা করা হলেও অস্ট্রেলিয়ার কাছে ২০২৩ বিশ্বকাপের ফাইনালে হৃদয়বিদারক পরাজয়ের পর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছেন সিনিয়র ব্যাটসম্যান বিরাট কোহলি এবং রোহিত। বিশ্বকাপে যে হার্দিক নয় বরং রোহিতই থাকবেন অধিনায়ক হিসেবে একথা স্পষ্ট করে দিয়েছেন বিসিসিআই সচিব। তিনি বলেন, '২০২৩ সালে আহমেদাবাদে (ফাইনালে) টানা ১০ জয়ের পর বিশ্বকাপ জিততে না পারলেও আমরা হৃদয় জয় করেছি। আমি আপনাদের কথা দিতে চাই যে ২০২৪ (টি-টোয়েন্টি বিশ্বকাপ) বার্বাডোজে (ফাইনালের ভেন্যু), রোহিত শর্মার অধিনায়কত্বে, হাম ভারত কা ঝান্ডা গাড়েঙ্গে (আমরা ভারতের পতাকা উত্তোলন করব)।' ICC Player of the Month: পোপ-হ্যাজলউডদের টপকে আইসিসির মাসিক সেরা শামার জোসেফ
২০২৩ সালের জানুয়ারিতে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে ঘোষণা করে নির্বাচকরা ভারতের সাদা বলের অধিনায়কত্ব নিয়ে বিতর্ক শুরু করেন। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার নেতৃত্ব প্রমাণ করেন এবং গুজরাট টাইটানসকে তাদের প্রথম মরসুমে (২০২২) শিরোপা জিতিয়েছেন। হার্দিকের অধীনে গুজরাত ২০২৩ সালে আইপিএল ফাইনালে ওঠে, সেই সঙ্গে রোহিতের আইপিএল ফর্মও অনেকটাই পড়ে যাওয়ায় হার্দিককেই ভবিষ্যৎ ভেবেছিল সবাই। তবে ওয়ানডে বিশ্বকাপের সময় রোহিতের ফর্ম ফিরে আসে যেখানে আবার হার্দিক টুর্নামেন্ট চলাকালীন বড় চোট পান যে কারণে তিনি ছিটকে যান। এই প্রসঙ্গে শাহ বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক সহ-অধিনায়ক থাকছেন। ওয়ানডে বিশ্বকাপে হার্দিক চোট পেয়েছিলেন, তাহলে আমরা আর কার হাতে অধিনায়কত্ব তুলে দেব? আফগানিস্তানের বিরুদ্ধে রোহিত যেভাবে ব্যাটিং করেছে; আমার মনে হয় না এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা উচিত। বিশ্বকাপে দলের কোচ হিসেবে থাকবেন রাহুল দ্রাবিড়।'
গতকাল প্রবীণ ক্রিকেট প্রশাসক নিরঞ্জন শাহের নামে নামকরণ করা খান্দেরির সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে শাহ উপস্থিত ছিলেন। প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার ও অনিল কুম্বলে এবং আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সমাবেশের সামনে বক্তব্য রাখেন জয় শাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান প্রধান নির্বাচক অজিত আগরকর, বর্তমান প্রধান কোচ রাহুল দ্রাবিড়, রোহিত, মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং ভারতীয় দলের কয়েকজন সাপোর্ট স্টাফ।