Rohit Played with Sarfaraz's Father: সরফরাজ খানের বাবার সঙ্গে খেলেছেন রোহিত শর্মা!
Naushad Khan & Rohit Sharma (Photo Credit: BCCI/ X)

ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে ভারতের দাপুটে পারফরম্যান্সের পেছনে ছিল একঝাঁক তরুণের দারুণ খেলা। যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিল এই পারফরম্যান্সে নিজেদের সেরা প্রমাণ করলেও বেশ কয়েকজন অভিষেককারীর গুরুত্বপূর্ণ অবদান রাখে। রজত পাটিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল, আকাশ দীপ এবং দেবদত্ত পাড়িক্কল সহ পাঁচ ক্রিকেটারকে এই সিরিজে অভিষেক করে ভারতের দলে। যখন ভারত ইংল্যান্ড সিরিজে মূলত তাদের সেরা তারকাদের ছাড়াই খেলে তখন পাটিদার বাদে বাকি চারজনই যথেষ্ট প্রতিশ্রুতি দেখিয়েছেন। ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) পাঁচটি ম্যাচ খেলেছেন এবং অভিষেককারীরা কীভাবে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন সেটা বেশ উপভোগ করেছেন। টিম রো-তে রোহিত বলেন, 'ওদের অভিষেকে আমি হারিয়ে গিয়েছিলাম। আমি তাদের অভিষেকটি এত উপভোগ করছিলাম কারণ তাদের বাবা-মা সেখানে ছিলেন। অনেক আবেগ ছিল।' Suryakumar Yadav Instagram Post: ফিটনেস পরীক্ষায় ব্যর্থ সূর্যকুমার, আইপিএলের ম্যাচ মিসে হৃদয় ভাঙার ইমোজি পোস্ট

সিরিজের সবচেয়ে প্রত্যাশিত অভিষেকগুলির মধ্যে একটি ছিল মুম্বইয়ের ব্যাটার সরফরাজ খান (Sarfaraz Khan), যিনি ভারতের হয়ে তার প্রথম টেস্টে জোড়া অর্ধশতরান করে নিজেকে সেরা প্রমাণ করেন। কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলের কাছ থেকে ভারতের ক্যাপ নেওয়ার সময় সরফরাজের বাবা ও স্ত্রী রাজকোটে উপস্থিত ছিলেন। সরফরাজের প্রসঙ্গে রোহিত বলেন, 'আমি যখন খুব ছোট ছিলাম তখন সরফরাজের বাবার সঙ্গে কাঙ্গা লিগে (Kanga League) খেলেছি। তার বাবা ছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। তিনি একজন আক্রমণাত্মক খেলোয়াড় ছিলেন এবং মুম্বই ক্রিকেট বেশ সুপরিচিতও ছিলেন। আমি তার প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দিতে চেয়েছিলাম যা তার ছেলের ভারতের হয়ে খেলার মাধ্যমে এসেছে। আমি শুধু ওকে বলতে চেয়েছিলাম টেস্ট ক্যাপটা ওর ছেলের সঙ্গে তারও।'