আইপিএল ২০২৩-এর অফিসিয়াল টেলিভিশন ব্রডকাস্টার স্টার স্পোর্টস ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থকে চুক্তিবদ্ধ করেছে 'বিলিভ অ্যাম্বাসাডর' হিসেবে। নেটওয়র্ক জানিয়েছে, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ারের মতো বর্তমান ক্রিকেটারদেরও 'বিলিভ অ্যাম্বাসাডর' হিসেবে রাখা হয়েছে। এর ফলে স্টার স্পোর্টস ২০১৭ সালে দু'জন অ্যাম্বাসাডর থেকে বেড়ে এখন ছ'জন অ্যাম্বাসাডর হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আইপিএলের বিভিন্ন দলের প্রতিনিধিত্ব করেন এই অ্যাম্বাসাডররা এবং এই খেলার জনপ্রিয়তা বাড়াতে তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
Rishabh Pant Roped In by Star Sports As 'Believe Ambassador', Wicketkeeper-Batter Joins KL Rahul, Hardik Pandya Among Others@RishabhPant17 @StarSportsIndia #RishabhPant #StarSports https://t.co/6Z0XwHwYdJ
— LatestLY (@latestly) April 21, 2023
স্টার স্পোর্টসের বিবৃতিতে পন্থ বলেছেন, 'স্টার স্পোর্টসের 'বিলিভ অ্যাম্বাসাডর' হিসেবে যোগ দিতে পেরে আমি খুশি। এই অ্যাসোসিয়েশন আমাকে খেলার জনপ্রিয়তা বাড়াতে দেয়, বিশেষ করে তরুণদের মধ্যে। ক্রিকেটের মধ্যে রয়েছে আনন্দ, জীবনকে সমৃদ্ধ করা এবং তরুণদের সঠিক জীবনের শিক্ষা দেওয়ার ক্ষমতা। রুরকির এক কিশোরের মনে বিশ্বাস ছিল যে, তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন এবং দেশের জন্য সম্মান অর্জন করবেন। স্টার স্পোর্টসের সঙ্গে যুক্ত থাকার মাধ্যমে আমি তরুণ ভারতীয়দের এই বিশ্বাসে উদ্বুদ্ধ করতে চাই যে, আপনারা যেখান থেকেই আসুক না কেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে স্বপ্ন পূরণ করা সম্ভব। জাস্ট বিলিভ'