Hardik Pandya and Trent Boult (Photo Credit: Mumbai Indians/ X)

Rajasthan Royals vs Mumbai Indians, IPL 2025 Winning Prediction: রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫ (IPL 2025)-এর ৫০ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১ মে মুখোমুখি হবে আরআর বনাম এমআই (RR vs MI)। জয়পুর সওয়াই মানসিং স্টেডিয়ামে (Sawai Mansingh Stadium, Jaipur) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দুই দলই চাইবে আজ জয় নিয়ে সেরাটা দিতে। কিন্তু কি বলছে Winning Prediction? রাজস্থান আজ জিততে না পারলে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) পর দ্বিতীয় দল হিসেবে প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে। তবে গুজরাট টাইটান্সকে (Gujarat Titans) আট উইকেটে হারানোর পর আত্মবিশ্বাসে ভরপুর রয়্যালস। বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) মাত্র ৩৫ বলে আইপিএলের ইতিহাসে কোনও ভারতীয়ের দ্রুততম সেঞ্চুরি করেন। অন্যদিকে, এমআই (MI) শেষ পাঁচটি ম্যাচ জিতে প্লে-অফের খুব কাছে। লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) এর বিরুদ্ধে ৫৪ রানের জয় পেয়েছে। RR vs MI, IPL 2025 Dream11 Prediction: রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচে এগিয়ে কে? একনজরে আইপিএলের Dream11 Prediction

রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫

রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫ ম্যাচের হেড টু হেডঃ

আইপিএলে এখনও পর্যন্ত ৩১টি ম্যাচে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স। এই ৩১টি ম্যাচের মধ্যে রাজস্থান রয়্যালস জিতেছে ১৫ বার এবং মুম্বই ইন্ডিয়ান্স ১৬ বার জিতেছে।

রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫ ম্যাচের টস ভবিষ্যদ্বাণীঃ

টস জয়ী দল প্রথমে বোলিং বেছে নেবে বলে আশা করা হচ্ছে। কন্ডিশন বিবেচনায় দুই দলই টস জিতলে বোলিংকেই প্রাধান্য দেবে বলে ধারণা করা হচ্ছে। এই ভেন্যুতে চলতি মরসুমে খেলা তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছে রান তাড়া করতে আসা দল।

রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫ ম্যাচের স্কোরের ভবিষ্যদ্বাণী

প্রথম ইনিংস:১৭০-১৮০ রান

দ্বিতীয় ইনিংস:১৯০-২২০ রান

রাজস্থান রয়্যালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫ ম্যাচে আমাদের Winning Prediction

মুম্বইয়ের দারুণ ফর্ম এবং রাজস্থানের খারাপ ফর্মের কথা মাথায় রেখে এমআই এই প্রতিযোগিতায় স্পষ্ট ফেভারিট। যতক্ষণ না রাজস্থান আরও একটি দুর্দান্ত পারফরম্যান্স টানতে পারে ততক্ষণ জয়ের সম্ভাবনা তাদের নিজের ঘরের মাঠেও কম। এই ম্যাচেও সূর্যবংশী এবং সিনিয়র খেলোয়াড়দের নিজেদের সেরাটা দিতে হবে জিততে হলে।

Google বলছে, আজ রাজস্থান রয়্যালসের জেতার সম্ভাবনা-৩৬% এবং মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাবনা-৬৪%