আজ ২৭ এপ্রিল আইপিএলের ষোড়শ আসরের ৩৭ নম্বর ম্যাচে জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে (Sawai Mansingh Stadium, Jaipur) মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। গত ছয় ম্যাচে চেন্নাই সুপার কিংস জিতেছে পাঁচটিতে। তাদের ব্যাটিং ইউনিট বেশিরভাগ সময় ডেভন কনওয়ে এবং রুতুরাজ গায়কোয়াড়ের ভরসায় দাঁড়িয়ে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তাঁরা। অন্যদিকে, গত দুই ম্যাচে রাজস্থান রয়্যালস হেরেছে। তবে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে রয়্যালসের রয়েছে দারুণ দল। সাতটি ম্যাচে চারটি জয় এবং তিনটি হার নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে তাঁরা। ঘরের মাঠে সেই কারণে রাজস্থান সামান্য ফেভারিট হিসাবে শুরু করবে, তবে সামনে তাঁদের ধোনি বাহিনী সে কথা ভুললে চলবে না।
He may be #7 but excitement at SMS is a 10! 💗💛 pic.twitter.com/xbQQJMgrGi— Rajasthan Royals (@rajasthanroyals) April 27, 2023
কবে, কোথায় আয়োজিত হবে রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস,আইপিএলের ম্যাচ?
২৭ এপ্রিল জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে (Sawai Mansingh Stadium, Jaipur) মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস।
কখন থেকে শুরু হবে রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস,আইপিএলের ম্যাচ?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস,আইপিএলের ম্যাচ
সরাসরি টিভিতে রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস,আইপিএলের ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস,আইপিএলের ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।