Rahul Dravid and Quinton De Kock (Photo Credit: IPL/ X)

Rajasthan Royals vs Kolkata Knight Riders, IPL 2025: কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস আইপিএল ২০২৫ (IPL 2025)-এর ৬ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হয়। গতকাল ২৬ মার্চ মুখোমুখি হয় আরআর বনাম কেকেআর (RR vs KKR)। গুয়াহাটির বর্ষাপারা ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium, Guwahati) আয়োজিত হয় এই ম্যাচ। রাহুল দ্রাবিড় (Rahul Dravid) খেলোয়াড়ের গুণের জন্য বড় ভক্ত সেটা আবারও প্রমাণ করলেন। সেক্ষেত্রে প্রতিপক্ষ খেলোয়াড়ের প্রশংসা করার আগে দু'বার ভাবেন না তিনি। গতরাতে কুইন্টন ডি কক (Quinton de Kock) যখন জোফরা আর্চারের (Jofra Archer) বলে জয়ের ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) আট উইকেটের জয় এনে দেন, তখন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) প্রধান কোচ দ্রাবিড়ের মুগ্ধ হওয়া ছিল চোখে পড়ার মতো। ৩১ বছর বয়সে ওয়ানডে ও টেস্ট থেকে অবসরের ঘোষণা করা দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার গুয়াহাটিতে ৬১ বলে ৬টি ছক্কা ও ৮টি চারের সাহায্যে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলেন। Glenn Maxwell, IPL 2025: আইপিএলে রোহিত শর্মার কোন লজ্জার রেকর্ড ভেঙে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল?

জয়ের পর কুইন্টন ডি ককের সঙ্গে খোশমেজাজে রাহুল দ্রাবিড়

আইপিএলের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, গতরাতে ম্যাচ কেকেআরের পক্ষে শেষ হতেই দ্রাবিড় ক্রাচে ভর দিয়ে মাঠে ঢুকে বাঁহাতি ব্যাটসম্যান হাত মেলান। বাউন্ডারি লাইনে ডি কককে দাঁড় করিয়ে কথা বলেন দ্রাবিড় এবং তাকে তার পিঠ চাপড়াতেও দেখা যায়। দ্রাবিড় একাই আরআর শিবির থেকে ডি কককে তার দুর্দান্ত ইনিংসের জন্য অভিনন্দন জানাননি। আরআর ব্যাটার শিমরন হেটমায়ারও (Shimron Hetmyer) কেকেআরের হয়ে ম্যাচ শেষ করার সাথে সাথে ডি কককে উষ্ণ আলিঙ্গন করেন। গত মরসুমে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) তাঁকে ছেড়ে দেওয়ার পর মেগা নিলামে ডি কককে ৩.৬০ কোটি টাকায় সই করায় কলকাতা। এই জয়ের সাথে পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে উঠে এল কেকেআর এবং রাজস্থান রয়েছে একেবারে তলানিতে। আগামী ৩১ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলবে কলকাতা।

কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস, আইপিএল ২০২৫