Jos Butler & Sanju Samson, IPL 2023 (Photo Credit: Rajasthan Royals/ Twitter)

আজ ১৯ মে আইপিএলের ষোড়শ আসরের ৬৬ নম্বর ম্যাচে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Himachal Pradesh Cricket Association Stadium, Dharamsala) মুখোমুখি হবে পাঞ্জাব কিংস (Punjab Kings) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের ১৩ ম্যাচে ৬ জয়ে একই রেকর্ড। রাজস্থানের শুরুটা বেশ ভালো হলেও শেষ পর্যন্ত বেশ কয়েকটি ম্যাচে হেরেছে। অন্যদিকে, পাঞ্জাব কিংসের পুরো মরসুম ভালো খারাপ মিশিয়েই। এই মরসুমে যখন দু'দল মুখোমুখি হয় তখন রাজস্থান রয়্যালসের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে পাঞ্জাব কিংস। তবে শক্তিশালী ব্যাটিং ইউনিটের কারণে রয়্যালস ফেভারিট হিসেবে শুরু করতে পারে। সব মিলিয়ে দুই দলই নিজেদের যোগ্যতা অর্জনের সম্ভাবনা অক্ষুণ্ন রাখতে জিততে মরিয়া। আজকের ম্যাচ লিগ পর্বের দুদলেরই শেষ ম্যাচ। জয়ী দলকে দেখা যেতে পারে প্লে-অফে তবে তাঁদের নির্ভর করতে হবে অন্য টিমের জয়-পরাজয়ের ওপর।

কবে, কোথায় আয়োজিত হবে পাঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস,আইপিএলের ম্যাচ?

১৯ মে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Himachal Pradesh Cricket Association Stadium, Dharamsala) মুখোমুখি হবে পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস।

কখন থেকে শুরু হবে পাঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস,আইপিএলের ম্যাচ?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পাঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন পাঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস,আইপিএলের ম্যাচ

সরাসরি টিভিতে পাঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস,আইপিএলের ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পাঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস,আইপিএলের ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।