আজ ১৩ এপ্রিল আইপিএলের ষোড়শ আসরের ১৮ নম্বর ম্যাচে মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে (Punjab Cricket Association IS Bindra Stadium, Mohali) মুখোমুখি হবে পাঞ্জাব কিংস (Punjab Kings) ও গুজরাত টাইটান্স (Gujarat Titans)। চলতি মরসুমে পাঞ্জাব কিংস ও গুজরাত টাইটান্স দুই দলই সমান রেকর্ডে রয়েছে। আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান রিঙ্কু সিংহের কাছে হেরে গেলেও, এই প্রতিযোগিতায় অন্যতম সেরা দল গুজরাত। অন্যদিকে, ব্যাট হাতে পাঞ্জাব ভালো সামলে উঠলেও বোলিং আক্রমণ বিপাকে ফেলতে পারে। সানরাইজারসের কাছে হারের পর লিয়াম লিভিংস্টোনকে দলে আনলে আজ জয় পেতে পারে পাঞ্জাব কিংস। এই মুহূর্তে ৩ ম্যাচে ২ টি জয় নিয়ে চতুর্থ স্থানে রয়েছে গুজরাত এবং সমতায় থেকেও রান রেট কম থাকায় ষষ্ঠ স্থানে রয়েছে পাঞ্জাব।
🦁 𝐀𝐧 𝐮𝐧𝐬𝐭𝐨𝐩𝐩𝐚𝐛𝐥𝐞 𝐟𝐨𝐫𝐜𝐞 meets 𝐚𝐧 𝐢𝐦𝐦𝐨𝐯𝐚𝐛𝐥𝐞 𝐨𝐛𝐣𝐞𝐜𝐭! ⚡#SherSquad, brace yourselves for a 𝐓𝐢𝐭𝐚𝐧𝐢𝐜 clash. ⚔️ 💥#JazbaHaiPunjabi #SaddaPunjab #PBKSvGT #TATAIPL @SDhawan25 @gujarat_titans pic.twitter.com/HcQ4P2pNFA— Punjab Kings (@PunjabKingsIPL) April 13, 2023
কবে, কোথায় আয়োজিত হবে পাঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্স,আইপিএলের ম্যাচ?
১৩ এপ্রিল চেন্নাইয়ের মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে (Punjab Cricket Association IS Bindra Stadium, Mohali) মুখোমুখি হবে পাঞ্জাব কিংস ও গুজরাত টাইটান্স।
কখন থেকে শুরু হবে পাঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্স,আইপিএলের ম্যাচ?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পাঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন পাঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্স,আইপিএলের ম্যাচ
সরাসরি টিভিতে পাঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্স,আইপিএলের ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পাঞ্জাব কিংস বনাম গুজরাত টাইটান্স,আইপিএলের ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।