আজ ১১ ফেব্রুয়ারি শনিবার এসএ২০ (SA20)-এর ফাইনালে মুখোমুখি হবে প্রিটোরিয়া ক্যাপিটালস (Pretoria Capitals) ও সানরাইজার্স ইস্টার্ন কেপ (Sunrisers Eastern Cape)। ম্যাচটি হবে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম (Wanderers Stadium, Johannesburg)। এসএ২০ (SA20)-এর প্রথম সেমি-ফাইনালে পারল রয়্যালসকে (Paarl Royals) হারায় ক্যাপিটালস, দ্বিতীয় সেমি-ফাইনালে জোবার্গ সুপার কিংসকে (Joburg Super Kings) হারায় সানরাইজার্স ইস্টার্ন কেপ। দুই দলই শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। এসএ২০ লিগের প্রথম আসরে খুব একটা ভুল করেনি ক্যাপিটালস। তাদের বোলিং ও ব্যাটিং দারুণ। নিয়মিত অধিনায়ক ওয়েন পার্নেলকে (Wayne Parnell) ছাড়াই কঠিন পরিস্থিতিতে ম্যাচ জেতার পথ খুঁজে নিয়েছে ক্যাপিটালস। অন্যদিকে, লিগের দ্বিতীয়ার্ধে নিয়মিত ম্যাচ জিতে অসাধারণ ফর্মে রয়েছে মার্করামের দল।
𝑻𝒉𝒆 𝑭𝒊𝒏𝒂𝒍 𝑺𝒕𝒓𝒆𝒕𝒄𝒉 🏆@PretoriaCapsSA take on @SunrisersEC in the final showdown 👊
📍 Wanderers Stadium
⏰ Tonight, 7:15 pm onwards
🎬 LIVE on #JioCinema, #Sports18 & @ColorsTvTamil#SA20onJioCinema #SA20onSports18 | @SA20_League pic.twitter.com/n0ivFIBMzE— JioCinema (@JioCinema) February 11, 2023
কবে, কোথায় আয়োজিত হবে প্রিটোরিয়া ক্যাপিটালস বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপ ফাইনাল খেলা?
১১ ফেব্রুয়ারি, শনিবার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম (Wanderers Stadium, Johannesburg) প্রিটোরিয়া ক্যাপিটালস বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে প্রিটোরিয়া ক্যাপিটালস বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপ ফাইনাল খেলা?
এসএ২০ ২০২৩-এর প্রিটোরিয়া ক্যাপিটালস বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপ ফাইনাল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (Sports 18 Network)। অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (Jio Cinema App) অ্যাপে।