Pretoria Capitals (Photo Credit: Pretoria Capital/Twitter)

১৮ জানুয়ারি বুধবার প্রিটোরিয়া ক্যাপিটালস (Pretoria Capitals) ও জোবার্গ সুপার কিংসের (Joburg Super Kings) এসএ২০ (SA20)-এর ১৩ নম্বর ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটি হবে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে (SuperSport Park, Centurion)। জোবার্গ সুপার কিংসের কাছে ছয় রানে হেরে তালিকার তৃতীয় স্থানে রয়েছে তাঁরা। অন্যদিকে প্রিটোরিয়া ক্যাপিটালস এই টুর্নামেন্টের অন্যতম সেরা ও সফল দল হিসেবে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ক্যাপিটালসের পয়েন্ট এখন ৮। সানরাইজার্স ইস্টার্ন কেপকে ৩৭ রানে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে প্রিটোরিয়া।

কবে, কোথায় আয়োজিত হবে প্রিটোরিয়া ক্যাপিটালস বনাম জোবার্গ সুপার কিংস?

১৮ জানুয়ারি, সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে (SuperSport Park, Centurion) প্রিটোরিয়া ক্যাপিটালস বনাম জোবার্গ সুপার কিংসের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে প্রিটোরিয়া ক্যাপিটালস বনাম জোবার্গ সুপার কিংসের খেলা?

এসএ২০ ২০২৩-এর প্রিটোরিয়া ক্যাপিটালস বনাম জোবার্গ সুপার কিংসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৫ঃ০০টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (Sports 18 Network)। অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (Jio Cinema App) অ্যাপে।