Pakistan ODI Cricket Team (Photo Credit: @TheAadiChishti/ X)

অবশেষে আইসিসি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। এশিয়া কাপের দলের থেকে এই দলে বিশেষ কোনো পরিবর্তন নেই তবে চোট পাওয়া নাসিম শাহের পরিবর্তে ওয়ানডে বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন হাসান আলি। এছাড়া পাকিস্তান দলে একজন অতিরিক্ত লেগস্পিনার হিসেবে রাখা হয়েছে উসামা মিরকে। চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হলেও এশিয়া কাপের দলে ছিলেন না তিনি। পাকিস্তানের পেস আক্রমণে থাকছেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও মহম্মদ ওয়াসিম জুনিয়র। স্পিন বোলিং অলরাউন্ডার মহম্মদ নওয়াজও দলে জায়গা ধরে রেখেছেন। এশিয়া কাপের সময় কাঁধের চোটের কারণে নাসিমকে বেশ কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে। ইনজামাম নিশ্চিত করেছেন যে তার অনুপস্থিতির মেয়াদ কেবল বিশ্বকাপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এদিকে হাসান সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২২ সালের জুনে। চলতি বছরের জানুয়ারিতে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে যে কোনো ফরম্যাটে পাকিস্তানের হয়ে সর্বশেষ খেলেছেন তিনি। Mohammad Hafeez, Pakistan Cricket: বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেটের টেকনিক্যাল কমিটি থেকে সরে দাঁড়ালেন মহম্মদ হাফিজ

পাকিস্তানের দলঃ ফখর জামান, ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিকার আহমেদ, আগা সালমান, শাদাব খান, উসামা মীর, মহম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, হাসান আলী।

ভারত ও শ্রীলঙ্কার কাছে পরাজয়ের পর এশিয়া কাপের সুপার ফোরের গ্রুপের তলানিতে থাকা পাকিস্তান ক্রিকেটের হতাশাজনক অভিযানের কারণে দল ঘোষণা কয়েক দিনের জন্য পিছিয়ে যায়। বোর্ড নাসিমের চোটকে নিয়ে দ্বিতীয় মতামতের জন্যও অপেক্ষা করছিল, যদিও সেখান থেকে ইতিবাচক কোনো খবর আসেনি। বর্তমানে ১ নম্বরে থাকা সত্ত্বেও বিশ্বকাপে পাকিস্তানের অবস্থা বেশ চিন্তাজনক। এশিয়া কাপে ভারতের কাছে হার এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে যাওয়া ছাড়াও দলে চোটও বাড়তে শুরু করে, নাসিম এবং হারিস উভয়ই শেষ ম্যাচে খেলা থেকে বঞ্চিত হন, অন্যদিকে আফ্রিদি, আগা সালমান এবং ইমাম-উল-হকেরও সাথে মাঠে হালকা চোট লাগে।