লাহোর, ৯ জুলাই: এশিয়া কাপ (Asia Cup 2020) বাতিল হয়ে গেছে বলে গতকালই ঘোষণা করেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি (BCCI Chief Sourav Ganguly)। আজ এনিয়ে মুখ খুলল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। তারা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে এই বিষয়ে কিছু শোনেনি বলে দাবি করল। পিসিবি-র এক মুখপাত্র বলেন, "পিসিবি এশিয়া কাপ স্থগিতের বিষয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে কিছুই শোনেনি।"
এদিকে, পিসিবি প্রধান এহসান মানি বলেন, "আমরা এখনও এশিয়া কাপ সম্পর্কিত বিষয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে কথা বলছি। তারা কিছু বিষয় নিয়ে খোঁজখবর নিচ্ছে। সম্ভবত, সৌরভ গাঙ্গুলি জানে যেটা আমরা জানি না। তবে আমরা এসিসি-র কাছ থেকে কিছু শুনিনি।" এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি নাজমুল হাসানও এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।
বুধবার সৌরভ গাঙ্গুলি বলেন, এশিয়া কাপ ২০২০ বাতিল হয়েছে। স্পোর্টস টক ইনস্টাগ্রাম লাইভ সেশনে সৌরভ বলেন, এশিয়া কাপ বাতিল হো চুকা হ্যায়, জো সেপ্টেম্বর মে থা (এশিয়া কাপ বাতিল হয়ে গেছে, যেটা সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল)।"